East Bengal : সম্ভবত ইভান গঞ্জালেজকে নিশ্চিত করল ইস্টবেঙ্গল

সম্ভবত ইন্ডিয়ান সুপার লিগের তারকা ইভান গঞ্জালেজকে নিশ্চিত করেছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। এমনটাই গুঞ্জন ভারতীয় ফুটবল মহলে। লাল হলুদ সমর্থকদের মধ্যেও রয়েছে উদ্দীপনা।    …

East Bengal Club

short-samachar

সম্ভবত ইন্ডিয়ান সুপার লিগের তারকা ইভান গঞ্জালেজকে নিশ্চিত করেছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। এমনটাই গুঞ্জন ভারতীয় ফুটবল মহলে। লাল হলুদ সমর্থকদের মধ্যেও রয়েছে উদ্দীপনা।

   

মঙ্গলবার সন্ধ্যায় ময়দানে কান পাতলে শোনা যাচ্ছিল, ইন্ডিয়ান সুপার লিগের একজন দুর্দান্ত বিদেশি ফুটবলারকে চূড়ান্ত করে ফেলেছে ক্লাব। কিন্তু কোন বিদেশি ফুটবলারকে নিশ্চিত করা হয়েছে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যাচ্ছিল না। মধ্যরাতের কিছু আগে সূত্রের খবর, এফসি গোয়ার ইভান গঞ্জালেজ লাল হলুদ জার্সি পরার জন্য তৈরি।

কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল বার্তলমিউ ওগবেচের সঙ্গে কথা চালাচ্ছে ইস্টবেঙ্গল। এছাড়াও প্রাথমিকভাবে শোনা গিয়েছিল ইংল্যান্ডের এক ফুটবলারের নাম। মূলত এই দুই বিদেশি ফুটবলার উঠে এসেছিলেন লাল হলুদ চর্চায়। যার মধ্যে প্যারিস সেন্ট জার্মেইনের প্রাক্তন ফুটবলার ওগবেচেকে নিয়ে কানাঘুষো শোনা গিয়েছে সবথেকে বেশি।

স্পোর্টিং রাইট ফিরে পাওয়ার আগে থেকেই দল গঠনের কাজে নেমে পড়েছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। নতুন মরশুম শুরু হওয়ার আগে চূড়ান্ত হয়েছেন একাধিক ভারতীয় ফুটবলার। যার মধ্যে বঙ্গ তনয়ের সংখ্যাই আপাতত বেশি। তবে এই প্রথম ইস্টবেঙ্গল কোনো বিদেশি ফুটবলারকে নিশ্চিত করতে সফল হয়েছে বলে জানা যাচ্ছে।