East Bengal : এখনও পর্যন্ত কেমন হয়েছে ইস্টবেঙ্গলের সম্ভাব্য দল, দেখে নিন

এখনও নিশ্চিত হয়নি বিনিয়োগকারী। তার মধ্যেও দল গঠনের কাজ চালিয়ে যাচ্ছেন ইস্টবেঙ্গল (East Bengal) কর্তারা। কথা পাকা হয়েছে বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে। অনেকের সঙ্গে কথা…

এখনও নিশ্চিত হয়নি বিনিয়োগকারী। তার মধ্যেও দল গঠনের কাজ চালিয়ে যাচ্ছেন ইস্টবেঙ্গল (East Bengal) কর্তারা। কথা পাকা হয়েছে বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে। অনেকের সঙ্গে কথা প্রায় চূড়ান্ত।  

দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের সম্ভাব্য দল:-

   

গোলে – সুরেশ জয়াওয়াল, আদিত্য পাত্র, পবন কুমার।

ডিফেন্সে – তুহিন দাস, নিরঞ্জন মন্ডল, শুভেন্দু মান্ডি, অর্পণ পোল্লে।

Advertisements

আরও পড়ুন: East Bengal : বাগানকে হেরো বলা প্রাক্তনী ইস্টবেঙ্গলের জন্য ফুটবলার খুঁজবেন

মাঝমাঠে – মহিতোষ রায়, নবি হোসেন খান, তন্ময় দাস, সঞ্জীব ঘোষ, বিশাল দাস, বিবেক সিং।

আক্রমণে – শুভম ভৌমিক, বিষ্ণু টিএম এবং আফতাব আলম।

এখনও বিভিন্ন ম্যাচে চোখ রেখেছে লাল হলুদ ক্লাব। প্রাক্তন ফুটবলারদের পাঠানো হয়েছে কেরালায়। সেখানে চলতি সন্তোষ ট্রফি থেকেও ফুটবলার বাছাই করবেন ক্লাবের দায়িত্ব প্রাপ্ত প্রাক্তন ফুটবলাররা।