East Bengal : সিমেন্ট কোম্পানির পালেও হাওয়া রয়েছে

বিকল্প রাস্তা খোলা রাখতে চাইছেন ইস্টবেঙ্গল (East Bengal) কর্তারা। তাই একাধিক বিনিয়োগকারী বা কোম্পানির সঙ্গে যোগাযোগ রয়েছে ক্লাবের। এক সিমেন্ট কোম্পানির নাম শোনা যাচ্ছে এখনও।

ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইস্টবেঙ্গল ক্লাবে সম্ভাব্য কিছু ইনভেস্টরের কথা আমরা তুলে ধরেছিলাম। যার মধ্যে ছিল রেশমিকা সিমেন্টের নাম। এছাড়াও স্টার সিমেন্টের কথাও উল্লেখ করা হয়েছিল। সম্প্রতি রেশমিকা সিমেন্ট নিয়ে ফের শুরু হয়েছে গুঞ্জন। সমর্থকদের মধ্যেও চলছে আলোচনা।

   

আরও পড়ুন: East Bengal: জোরাল হচ্ছে আদানির সম্ভাবনা, তাঁবুর রাস্তায় আরও দুই সিমেন্ট কোম্পানি

বসুন্ধরা গ্রুপের সঙ্গে আলোচনা হয়েছে। লাল হলুদ তাঁবুতে কোম্পানির কর্তাদের আগমণ থেকে ইস্টবেঙ্গল কর্তাদের বাংলাদেশ গমন, ফুটবল প্রেমীরা কমবেশি জানেন এই ঘটনা পরম্পরার কথা। কিন্তু এখনও নিশ্চিত হয়নি বসুন্ধরা। আগামী দিনে বাংলাদেশের এই কোম্পানিই ইনভেস্ট করবেই এমনটা কর্তারাও জোর দিয়ে বলেননি। সবদিক বিচার করে অন্যান্য উপায় ভেবে রাখছেন তাঁরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন