East Bengal : সম্ভবত এই ফুটবলারকেও পাচ্ছে না ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলের (East Bengal) নজরে থাকা এক ফুটবলারের ভাগ্য নিশ্চিত হওয়ার পথে। সই করতে পারেন ইন্ডিয়ান সুপার লিগেরই অন্য এক দিলে। পুরনো ক্লাবেই থেকে যেতে পারেন।…

short-samachar

ইস্টবেঙ্গলের (East Bengal) নজরে থাকা এক ফুটবলারের ভাগ্য নিশ্চিত হওয়ার পথে। সই করতে পারেন ইন্ডিয়ান সুপার লিগেরই অন্য এক দিলে। পুরনো ক্লাবেই থেকে যেতে পারেন। অর্থাৎ তিনি হয়তো লাল হলুদ ব্রিগেডে যোগ দিচ্ছেন না। 

   

শোনা গিয়েছিল প্রিন্সটন রেবেল্লোর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ক্লাবের পক্ষ থেকে। গোয়ার এই ফুটবলারের বয়স মাত্র ২৩। মাঝমাঠের ফুটবলার। সিনিয়র কেরিয়ার দীর্ঘ না হলেও যুব কেরিয়ার অনেকের থেকে আলাদা। আরও কম বয়সে কুইন্স পার্ক রেঞ্জার্সের যুব দলেও তিনি ছিলেন।

আরও পড়ুন: Sports News : ‘ইস্টবেঙ্গলের নজরে’ থাকা ফুটবলার সই করলেন অন্য ক্লাবে

সিনিয়র কেরিয়ারের বেশিরভাগ সময় কেটেছে গোয়ায়। লোনে কিছু ম্যাচ খেলেছিলেন ইন্ডিয়ান অ্যারোজের হয়ে। ভারতের অনূর্ধ্ব কুড়ি জাতীয় দলেও খেলেছেন একাধিক ম্যাচ।

কেরিয়ার বা বায়োডাটা চোখ ধাঁধানো না হলেও এই গোয়ানিজ তরুণের ফুটবল স্কিল অনেকের চোখে পড়েছে। প্রতিশ্রুতিবান ফুটবলার। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের যা সম্ভাব্য দল তাতে মাঝমাঠে কম বয়সী ফুটবলারের সংখ্যাই বেশি।