East Bengal : শুরু হতে চলেছে ক্লাবের অনুশীলন, ফুটবলাররা পাঁচতারা হোটেলে

আর কোনো বাধা নেই। সরকারীভাবে একসঙ্গে পথ চলা শুরু করেছে ইমামি গোষ্ঠী ও ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)। এবার শুধু দল নিয়ে মাঠে নামার অপেক্ষা। সেটাও…

East Bengal ,practice, Football

আর কোনো বাধা নেই। সরকারীভাবে একসঙ্গে পথ চলা শুরু করেছে ইমামি গোষ্ঠী ও ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)। এবার শুধু দল নিয়ে মাঠে নামার অপেক্ষা। সেটাও খুব দ্রুত হতে চলেছে।

Advertisements

আরও পড়ুন: অবশেষে জানা গেল East Bengal ক্লাব কর্তাদের হাত থেকে কত শতাংশ মালিকানা চলে যাচ্ছে

   

কোম্পানি ও ক্লাবের মধ্যে সই চূড়ান্ত হওয়ার আগেই অনেকে অনুমান করেছিলেন, অনুশীলনে দ্রুত মাঠে নামবে দল। মঙ্গলবার থেকে শুরু হয়ে গিয়েছে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা। এই অবস্থায় ইস্টবেঙ্গলকে এবার মাঠে নামতেই হবে।

আরও পড়ুন: Emami East Bengal : বাংলায় আমাদের জন্ম, বাংলার আবেগ আমরা বুঝি: আদিত্য আগরওয়াল

আগামীকাল থেকে লাল হলুদ শিবির অনুশীলনে মাঠে নামতে পারে বলে মনে করা হচ্ছে। স্থানীয় ফুটবলাররা আগেই তৈরি ছিলেন। যাদের অন্য রাজ্য বা বাইরে থেকে আসার কথা, তাঁদের অনেকেই কলকাতায় ইতিমধ্যে এসে গিয়েছেন বলে খবর। কলকাতা ফুটবল লিগের জন্য লাল হলুদের কোচ বিনো জর্জ। তিনিও শহরে। ফলত অনুশীলন শুরু করতে অসুবিধা হওয়ার কথা নয়।

আরও পড়ুন: Emami East Bengal : সাইড ব্যাক সমস্যা মেটানোর পথে ইস্টবেঙ্গলর

খেলোয়াড়দের রাখা হয়েছে কলকাতার পাঁচ তারা একটি হোটেলে। প্রথা মাফিক ফুটবলারদের মেডিক্যাল চেক আপের কথাও শোনা গিয়েছিল। সব মিলিয়ে মাঠের যুদ্ধে নামার আগে শেষ মুহূর্তের মহড়া চলছে লাল হলুদ শিবিরে।