Monday, December 8, 2025
HomeSports NewsSujit Singh: ইস্টবেঙ্গল খেলা ফুটবলার মহামেডান ক্লাবে

Sujit Singh: ইস্টবেঙ্গল খেলা ফুটবলার মহামেডান ক্লাবে

- Advertisement -

চলতি ডুরান্ড কাপে কলকাতার মহামেডান স্পোটিং ক্লাব অপ্রতিরোধ্য। টানা তিন ম্যাচে জয়ের মুখ দেখেছে আন্দ্রে চেরনশিভের ছেলেরা। তবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচে নামার আগে সতর্ক সাদা কালো শিবির। এরই মধ্যে বুধবার মহামেডান ক্লাব সাফ কাপ অনূর্ধ্ব ২০ ভারতীয় চ্যাম্পিয়ন দলের সদস্য সুজিত সিংকে (Sujit Singh) নিজেদের দলে ভিড়িয়েছে।

এদিন মহামেডান স্পোটিং ক্লাবের টুইটার হ্যান্ডেলের টুইট পোস্ট থেকে জানা গিয়েছে, ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব দলের ফুটবলারকে দলে নিয়েছে সাদা কালো ব্রিগেড। ও ই টুইট পোস্টে বলা হয়েছে,” ✅চুক্তি সম্পন্ন ✅

   

আমরা একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে বর্তমান ভারতের U20 দলের খেলোয়াড় সুজিত সিং-এর আগমন ঘোষণা করতে পেরে আনন্দিত 💪🏻⚫️⚪️

সুজিত একজন বৈচিত্র্যময় মিডফিল্ডার যিনি এর আগে হিরো এলিট লীগে বেঙ্গল সন্তোষ ট্রফি দল এবং ইস্টবেঙ্গলের প্রতিনিধিত্ব করেছেন ⚽️
সুজিত সম্প্রতি ভারতে অনুষ্ঠিত SAFF U20 চ্যাম্পিয়নশিপ জিতেছে ⚽️🇮🇳
#জানজান মহামেডান
# ট্রান্সফার অ্যালার্ট”। গ্রুপ ‘এ’ টপার মহামেডান স্পোটিং ক্লাব ইতিমধ্যেই টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল অর্থাৎ নক আউট স্টেজে চলে গিয়েছে। জয়ের হ্যাটট্রিকে ব্ল্যাক প্যাহ্নর্সরা টগবগ করে ফুটছে। গ্রুপের শেষ ম্যাচ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মহামেডানের। জয়ের ধারা অব্যাহত রাখতে বদ্ধ পরিকর মার্কাস জোসেফ, ওসমানে,ফজলুরা।

নিজেদের তৃতীয় ম্যাচে মহামেডান ক্লাব ২-০ গোলে জেতে ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিরুদ্ধে। এই ম্যাচের দ্বিতীয়ার্ধে বিমান বাহিনীর বিরুদ্ধে গোলের বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি রাহুল পাসওয়ান। দু’বার গোলের সুযোগ হেলায় হারিয়ে ফেলে রাহুল। তাই বিএফসির মতো দলে যেখানে রয় কৃষ্ণ, সুনীল ছেত্রীর মতো তারকা ম্যাচ উইনার রয়েছে সেখানে চলতি ডুরান্ড কাপের গ্রুপ ম্যাচে জয়ের হ্যাটট্রিক গা ভাসাতে নারাজ সাদা কালো থিঙ্ক ট্যাঙ্ক। গ্রুপ পর্যায়ে অপরাজিত তকমা জার্সিতে সেটে নক আউটে যাওয়াই লক্ষ্য ব্ল্যাক প্যাহ্নর্সদের।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular