Himanshu Jangra: ভবিষ্যতের সুনীল ছেত্রীকে দলে নিয়ে ট্রান্সফার মার্কেটে ঝটকা দিল ইস্টবেঙ্গল

Himanshu Jangra,Future ,Sunil Chhetri,ATK Mohun Bagan

দলে থাকা অত্যন্ত প্রতিভাবান গোলকিপারকে দেবনাথ মন্ডল আচমকা এটিকে মোহনবাগানে সই করার প‍র অত‍্যন্ত দুঃখের মধ্যে ছিল ইস্টবেঙ্গলের সমর্থক’রা। এবার তাদের মুখে হাসি ফোটাতে বৃহস্পতিবার ভারতীয় সেন্টার ফরোয়ার্ড হিমাংশু জাংরা’কে (Himanshu Jangra) দলে তুলে নিল লাল-হলুদ ব্রিগেড।

Advertisements

সম্প্রতি এটিকে মোহনবাগানের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন ১৮ বছর বয়সী এই ভারতীয় সেন্টার ফরোয়ার্ড । অত‍্যন্ত প্রতিভাবান এই ফুটবলার নিজের সেরা দিনে একাই ম‍্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখে।ফরোয়ার্ড ছাড়া উইংয়েও খেলতে পারেন তিনি

Advertisements

এবছর অনূর্ধ -২০ সাফ চ‍্যাম্পিয়ানশিপে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছিলেন হিমাংশু।বিশেষ করে ফাইনাল ম‍্যাচে নিজের পারফরম্যান্স’ ছিলো চোখ ধাধানো। সাফের ফাইনালে নির্ধারিত সময়ের খেলা শেষে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ফলাফল ছিলো ২-২।অতিরিক্ত সময় একটা দুর্দান্ত গোল করে ভারতের জয়ের স্বপ্ন’কে বাস্তবের রুপ দেওয়ার ক্ষেত্রে একধাপ এগিয়ে দিয়েছিলেন এই হিমাংশু।পরবর্তী সময় ৫-২ ফলাফলে ভারত সাফ অনূর্ধ -২০ চ‍্যাম্পিয়ানশিপ জিতে নেয়।গত মরশুমে দিল্লি এফসি’তে খেলা এই ফরোয়ার্ড লোনে নিয়েছে ইস্টবেঙ্গল।