এবার সুপার কাপ (Super Cup) থেকে ছিটকে গেল ইস্টবেঙ্গল (East Bengal)। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে আইজল এফসির মুখোমুখি হয়েছিল লাল-হলুদ শিবির। প্রথম দুটি ম্যাচে এগিয়ে থেকে ও ড্র করতে হয়েছিল নাওরেমদের। যারফলে, আজ ৪ গোলের ব্যবধানে আইলিগের এই দলকে হারাতে হত তাদের।
প্রথম দিকে ভালো খেললে ও শেষ রক্ষা হয়নি। নির্ধারিত সময়ের শেষে ম্যাচের ফলাফল থাকে ২-২ গোল। যারফলে, বিদায় নিশ্চিত হয়ে যায় ইস্টবেঙ্গলের। আজ লাল-হলুদের হয়ে গোল করেন নাওরেম মহেশ ও সুমিত পাসি। পরবর্তীতে গোল শোধ করে আইজলের হুরাইতে ও ডেভিড।
এবারের আইএসএলে হতশ্রী পারফরম্যান্স থাকলে ও কেরলে গিয়ে সুপার কাপ থেকে ঘুরে দাঁড়াতে বদ্ধ পরিকর ছিল ইমামি ইস্টবেঙ্গল। সেইমতো প্রত্যেক ম্যাচের শুরুটা ভালো হলেও শেষপর্যন্ত ম্যাচ মাঠে রেখেই ফিরতে হয়েছে দলের ফুটবলারদের। আজ ও তার অন্যথা হয়নি। প্রথমার্ধের শুরুর ১৭ মিনিটের মাথায় আই সুমিত পাসি। এই পর্যন্ত সব ঠিক থাকলেও সময় যত এগোয় ততোই চাপ বাড়াতে থাকে আইজলের ফুটবলাররা। যারফলে ম্যাচের প্রথমার্ধের শেষের দিকেই প্রায় ৪২ মিনিটের মাথায় ব্যবধান কমান আইজলের হুরাইতে। এরফলে, প্রথমার্ধের শেষে ম্যাচের ফলাফল থাকে ২-১ গোল।
তারপর ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে প্রায় ৪৮ মিনিটের মাথায় লাল-হলুদ রক্ষনে আক্রমণ শানায় বিপক্ষের ফুটবলাররা। এই সময়ে বল আটকাতে গিয়ে এগিয়ে আসেন লাল-হলুদের গোলরক্ষক। সুযোগ বুঝে লং শট তুলে বল জালে জড়িয়ে দেন ডেভিড। যারফলে, ম্যাচের ফলাফল গিয়ে দাঁড়ায় ২-২ গোলে। তারপর আর গোলের মুখ খুলতে পারেনি কোনো পক্ষ। নির্ধারিত সময়ের শেষে ও ম্যাচের ফলাফল থেকে যায় একইরকম। সেজন্য সুপার কাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় ক্লেটন সিলভা’দের।