এ বছরও রিলায়েন্স কর্তৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগে ব্যাপক ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। প্রথমেই নিজেদের ইস্টজোনের সমস্ত দলকে পিছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে দল। সেই সুবাদে এবারও জাতীয় স্তরের লড়াইয়ে সুযোগ পেয়েছে লাল-হলুদ ব্রিগেড। সেখানেও অনবদ্য ছন্দ রয়েছে এই ফুটবল ক্লাবের।
নববর্ষের দিন সকালে প্রথম ম্যাচেই তারা পরাজিত করেছে নর্থইস্ট ইউনাইটেডকে। পরবর্তীতে সেই ধারা বজায় রেখে আবারো জয়। এবার তারা পরাজিত করে টুর্নামেন্টের নতুন দল অ্যাডামাস ইউনাইটেডকে। রাজধানীর বুকে টানা দুই ম্যাচ জয় পেয়ে বর্তমানে আত্মবিশ্বাসের তুঙ্গে ইমামি ইস্টবেঙ্গলের জুনিয়র দল।
পাশাপাশি এই জয়ের ফলে জাতীয় স্তরের গ্রুপ পর্বের শীর্ষস্থানে রয়েছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। দুই ম্যাচ খেলে তাদের ঝুলিতে রয়েছে ৬ পয়েন্ট। তাদের পরেই রয়েছে মিজোরামের শক্তিশালী দল হোম মিশন এফসি। গত কয়েকদিন আগেই দিল্লির শক্তিশালী ক্লাবকে পরাজিত করেছিল এই হোম মিশন ফুটবল ক্লাব। আগামীতে এই দলের সঙ্গেই লড়াই করবে বিনো জর্জের ছেলেরা।
আগামী ২০শে এপ্রিল সকাল ১১ টায় দিল্লি ইউনিভার্সিটিতে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে জয় আসলে অনেকটাই এগিয়ে যাবে মশাল বাহিনী। বলতে গেলে এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে এই দল।
সেক্ষেত্রে সরাসরি তারা যোগ্যতা অর্জন করবে টুর্নামেন্টের সেমিফাইনালের। পাশাপাশি নেক্সট জেনারেশন কাপে খেলার ও সুযোগ থাকবে তাদের। সেজন্য, সবদিক মাথায় রেখেই এই তৃতীয় ম্যাচে জয় পেতে চাইছে আমনরা।