East Bengal: কথা দিয়েও কথা রাখতে পারলেন না লাল হলুদ কর্তারা

কথা ছিল দিন পনেরোর মধ্যে বিনিয়োগকারী প্রসঙ্গে খোলাখুলি কিছু বলতে পারবেন ইস্টবেঙ্গল (East Bengal) কর্তারা। এপ্রিলের মাঝামাঝি হয়েছিল সাংবাদিক সম্মেলন। এপ্রিল শেষ, শুরু নতুন মাস।…

East Bengal: কথা দিয়েও কথা রাখতে পারলেন না লাল হলুদ কর্তারা

কথা ছিল দিন পনেরোর মধ্যে বিনিয়োগকারী প্রসঙ্গে খোলাখুলি কিছু বলতে পারবেন ইস্টবেঙ্গল (East Bengal) কর্তারা। এপ্রিলের মাঝামাঝি হয়েছিল সাংবাদিক সম্মেলন। এপ্রিল শেষ, শুরু নতুন মাস। কেটে দিয়েছে পনেরো দিন। কথা রাখতে পারলেন না ইস্টবেঙ্গল কর্তারা।

দলবদলের বাজারে একের পর এক চমক দিয়ে চলেছে কলকাতার এই শতাব্দী প্রাচীন ক্লাব। তারকা বিদেশি থেকে শুরু করে উদীয়মান ভারতীয় ফুটবলার, ইস্টবেঙ্গলের দল গঠন প্রসঙ্গ প্রায় রোজই কোনও না কোনও জল্পনা ভাসছে ময়দানের হওয়ায়। সেই সঙ্গে আশঙ্কার চোরা স্রোত। কারণ এখনও যে বিনিয়োগকারী বা স্পনসর প্রসঙ্গে কিছু জানায়নি ক্লাব। সমর্থকদের মধ্যে তাই প্রশ্ন থেকেই যাচ্ছে, তীরে এসে তরী ডুবি হবে না তো শেষ পর্যন্ত?

East Bengal: কথা দিয়েও কথা রাখতে পারলেন না লাল হলুদ কর্তারা

Advertisements

এপ্রিলের ১৩ তারিখে সাংবাদিক সম্মেলন করেছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। স্পট করে কিছু না বললেও ইতিবাচক কথা তাঁরা বলেছিলেন। কিছু সাক্ষাৎকারেও কর্তার ডোন্ট কেয়ার মনোভাব দেখা গিয়েছিল।

এই মুহূর্তে ইস্টবেঙ্গল একাই মাত করে রেখেছে ভারতীয় ফুটবলের দল বদলের মরশুম। আগামী দিনে আরও বড় কোনো ফুটবলারের নাম ভেসে উঠলেও সমর্থকরা হয়তো আর অবাক হবেন না। এরই মধ্যে কর্তারা যদি বিনিয়োগকারী প্রসঙ্গে কিছু বার্তা দিতেন তাহলে স্বস্তি পেতেন অগুনতি ক্লাব সমর্থকরা। বিগত কয়েক মরশুমের জ্বালা ভুলে তাঁরাও চাইছেন স্বস্তির কালবৈশাখী।