ইস্টবেঙ্গলের (East Bengal) হয়ে খেলার কথা ছিল দেবজ্যোতি ঘোষের। কিন্তু আচমকাই মিলেছিল তাঁর প্রয়াণ সংবাদ। মাত্র ২৫ বছর বয়সে চলে গিয়েছেন বাংলার এই তরুণ ফুটবলার। মানবিকতার উদাহরণ গড়ে ঘোষ পরিবারের পাশে ইস্টবেঙ্গল ক্লাব।
“প্রয়াত দেবজ্যোতি ঘোষ এর সাথে যে টাকার চুক্তি করেছিল ইস্ট বেঙ্গল ক্লাব সেই টাকা তার পরিবারকে তুলে দেওয়া হবে,” জানানো হয়েছে লাল হলুদ ক্লাবের পক্ষ থেকে।
আগামী মরশুমের আগে দল গঠন করছেন ইস্টবেঙ্গল কর্তারা। ময়দানের তরুণ প্রতিভা রিক্রুটমেন্ট করার দিকে জোর দেওয়া হয়েছে প্রাথমিক ভাবে। দেবজ্যোতি ঘোষ তেমনই এক প্রতিভা যাঁকে মনে ধরেছিল লাল কর্তাদের। আগামী মরশুমে শতাব্দী প্রাচীন ক্লাবের জার্সি গায়ে তোলার কথা ছিল তাঁর।
রেলওয়ে এফসিতে খেলতেন দেবজ্যোতি। তাঁর ফুটবল দক্ষতা নজর কেড়েছিল ফুটবল প্রেমীদের। মাঝমাঠে খেলতে পারদর্শী ছিলেন তিনি।