ইস্টবেঙ্গল (East Bengal) কর্তাদের বাংলাদেশ (Bangladesh) যাওয়ার সম্ভাবনা আরও জোরাল হল। বাংলাদেশের বসুন্ধরা (Basundhara) গ্রুপের পক্ষ থেকে জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে খবর। সোমবারের আগেই লাল হলুদ কর্তাদের ওপর বাংলায় যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এখনও পর্যন্ত যা আপডেট তাতে রবিবার বাংলাদেশে যেতে পারেন ইস্টবেঙ্গল কর্তারা। বসুন্ধরা কর্ণধার জরুরি ভিত্তিতে বৈঠকে বসতে চেয়েছেন বলে জানা যাচ্ছে।
শুক্রবার ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, “বাংলাদেশের শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের পক্ষ থেকে আমরা আমন্ত্রণ পেয়েছি। আমরা ওই আমন্ত্রণ গ্রহণ করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি ১৩ই মার্চ ২০২২ তারিখে বাংলাদেশে যাওয়ার।”
আগে পিছিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল কর্তাদের বাংলাদেশ যাওয়ার দিন। যদিও যাত্রা বাতিল হয়নি কখনও। পরে মনে করা হয়েছিল সোমবার যেতে পারেন তাঁরা। এদিন সন্ধ্যায় সরকারীভাবে জানানো হল কর্তারা বাংলাদেশ যেতে পারেন রবিবার। ফুটবল মহলের সকলের চোখ থাকবে দুই পক্ষের দিকে। বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সায়েম সোবহান আনভীর খোলাখুলি বলেছিলেন যে তাঁরা বিনিয়োগ করতে প্রস্তুত।