মোহনবাগানে এক সময় খেলে যাওয়া ফুটবলারকে নিতে পারে ইস্টবেঙ্গল (East Bengal)! সম্প্রতি জল্পনা এমনটাই। স্থানীয় প্রতিভা অন্বেষণের পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগে খেলা কিছু ফুটবলার বাছাই করার দিকেও এবার লাল হলুদ কর্তারা ঝুঁকছেন বলে মনে করা হচ্ছে।
কলকাতা ময়দানে সৌভিক চক্রবর্তী পরিচিত নাম। বহু ম্যাচ খেলেছেন সবুজ মেরুন জার্সিতে। সিনিয়র কেরিয়ারের ২০০৯-২০১২ পর্যন্ত ছিলেন বাগানে। ৩৭ টি ম্যাচ খেলছিলেন তখন। করেছিলেন ছয়টি গোল। রক্ষণভাগের পাশাপাশি মাঝমাঠেও সৌভিক খেলতে অভ্যস্ত।
২০২১এ মোহনবাগান ছাড়ার পর এয়ার ইন্ডিয়া, প্রয়াগ হয়ে ফের গঙ্গাপারের তাঁবুতে ফিরে গিয়েছিলেন তিনি। করেছিলেন উল্লেখযোগ্য পারফরম্যান্স। ২০১৪-১৭ মরশুমে খেলেছিলেন ৪১ ম্যাচ।
ইন্ডিয়ান সুপার লিগের একাধিক দলে খেলার অভিজ্ঞতা রয়েছে এই বঙ্গ তনয়ের। দিল্লি ডায়নামোস, মুম্বই সিটি এফসি, জামশেদপুর এফসিতে খেলার অভিজ্ঞতা রয়েছে। এখন তিনি হায়দরাবাদ এফসির ফুটবলার। সদ্য শেষ হওয়া আইএসএল সেরা দলের সদস্য তিনি। ইস্টবেঙ্গল কর্তারা তাঁকে দলে নিতে আগ্রহী বলে মনে করা হচ্ছে। সৌভিকের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।