ইস্টবেঙ্গল (East Bengal) নিয়ে আলোচনা চলছে জোর কদমে। যদিও এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। আলোচনা আরও গুরুতর মূলত সম্ভাব্য ইনভেস্টর প্রসঙ্গে।
বসুন্ধরা গ্রুপের নাম ভেসে ওঠার পর থেকে লাল হলুদ ক্লাবের ভবিষ্যত সম্ভাবনা নিয়ে নানান গুঞ্জন। কিছু দিন আগেই শোনা গিয়েছিল কর্তারা যেতে পারেন বাংলাদেশে। কবে যাবেন সে ব্যাপারে কিছু বলা মুশকিল। তবে শোনা যাচ্ছে ওপর বাংলায় যাওয়ার জন্য শুরু হয়েছে তোড়জোড়। ভিসার অপেক্ষা চলছে ক্লাবে। ভিসা হাতে এসে এলে চলতি সপ্তাহেই ইস্টবেঙ্গল কর্তারা বাংলাদেশ যেতে পারেন বলে সূত্রের খবর।
বাংলাদেশের বিশিষ্ট অতিথিদের সম্মান জানানোর পর থেকে আরও জোরদার হয়েছে বসুন্ধরা গ্রুপের বিনিয়োগের জল্পনা। দেবব্রত সরকার এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। তবে চূড়ান্ত কিছু বলার সময় এখনও আসেনি। অন্য দিকে বসুন্ধরা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সায়েম সোবহান আনভীর কোনো রাখঢাক না রেখে জানিয়েছিলেন তাঁরা ভারতে বিনিয়োগ করতে আগ্রহী।
শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান বলেছিলেন, ‘ইস্টবেঙ্গলের ভালোবাসায় আমি সত্যিই অভিভূত। আপনারা আমাকে যে সম্মান জানিয়েছেন তা আমি ভাবতেও পারিনি। এখন থেকে শুধু শেখ রাসেল বা বসুন্ধরা কিংস নয়, ইস্টবেঙ্গলকেও সহযোগিতা করবো।’