ইস্টবেঙ্গল কর্তারা চুক্তি সংক্রান্ত কোন সম্মতি পত্রই পাঠায়নি: বিস্ফোরক ইমামি কর্তা

ইস্টবেঙ্গল (East Bengal) এবং ইনভেস্টারের সমস্যা বিগত তিন বছর ধরে সমর্থক এবং পুরো ফুটবল দুনিয়া দেখছে৷ ইস্টবেঙ্গল কর্মকর্তাদের নিয়ে অনেক সমালোচনা অনেক প্রশ্নচিহ্ন বারংবার ওঠে…

Explosive Emami official

ইস্টবেঙ্গল (East Bengal) এবং ইনভেস্টারের সমস্যা বিগত তিন বছর ধরে সমর্থক এবং পুরো ফুটবল দুনিয়া দেখছে৷ ইস্টবেঙ্গল কর্মকর্তাদের নিয়ে অনেক সমালোচনা অনেক প্রশ্নচিহ্ন বারংবার ওঠে । এই বছরও এর পুনরাবৃত্ত ঘটল। এই বছর ইনভেস্টার পাকা হলেও, তাদের সাথে শেষ চুক্তিপত্র সই এখনও হল না ইস্টবেঙ্গলের ।

Advertisements

এরই মধ্যে জানা গিয়েছিল ইস্টবেঙ্গল কর্মকর্তারা তাদের সম্মতিপত্র ইনভেস্টার ইমামিকে পাঠিয়েছে। কিন্তু সেই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ইমামি কর্মকর্তা আদিত্য আগারওয়াল ।

বিজ্ঞাপন

একদিন আগে জানা গেছিল ইস্টবেঙ্গল কর্মকর্তারা শেষ বৈঠক করে তাদের সম্মতিপত্র ইমামি অফিসে পাঠিয়ে দিয়েছে। কিন্তু 24 ঘন্টা কাটতে না কাটতে ইমামি কর্মকর্তা আদিত্য আগারওয়াল বললেন ইস্টবেঙ্গল কর্মকর্তারা মিথ্যা কথা বলছে । তারা কোনরকম সম্মতিপত্র কোন হাতেই পায়নি ।  তো জল্পনা শুরু হচ্ছে আদৌ কি সবকিছু ঠিকঠাক ভাবে হবে । এখনো দল গঠন হয়নি তার মধ্যে বিভিন্ন দেশি-বিদেশি ফুটবলাররা দল ছেড়েছেন । সমর্থকদের মধ্যে এখন ক্ষোভের আগুন জ্বলছে । তাদেরই একটি নামে পেজ এরকম দাবি তুলে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে।

❓ FAQs

Q1. ইস্টবেঙ্গল ও ইনভেস্টার ইমামির সমস্যাটা কী নিয়ে?
👉 শেষ তিন বছর ধরে ইস্টবেঙ্গল ও ইনভেস্টারের মধ্যে চুক্তি ও বোঝাপড়া নিয়ে জটিলতা চলছে। ২০২৫ সালেও সেই সমস্যার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে।

Q2. ইস্টবেঙ্গল কর্মকর্তারা কী দাবি করেছিলেন?
👉 তাঁরা জানিয়েছিলেন, সম্মতিপত্র ইমামির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Q3. ইমামির পক্ষ থেকে কী বলা হয়েছে?
👉 ইমামি কর্মকর্তা আদিত্য আগারওয়াল দাবি করেছেন, তাঁরা কোনো সম্মতিপত্র হাতে পাননি এবং ইস্টবেঙ্গল কর্মকর্তারা মিথ্যা কথা বলছেন।

Q4. এই জটিলতার ফলে ইস্টবেঙ্গল দলের অবস্থা কী দাঁড়িয়েছে?
👉 দল গঠন এখনও সম্পূর্ণ হয়নি এবং বেশ কিছু দেশি-বিদেশি ফুটবলার ক্লাব ছেড়ে গেছেন।

Q5. সমর্থকদের প্রতিক্রিয়া কী?
👉 সমর্থকদের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সমর্থক পেজ এই সমস্যার বিরুদ্ধে সরব হচ্ছে।

Q6. আগামী দিনে কী হতে পারে?
👉 এখনো চূড়ান্ত চুক্তি না হওয়ায় অনিশ্চয়তা রয়ে গেছে। ফুটবল মহলে প্রশ্ন উঠছে, আদৌ সব কিছু স্বাভাবিকভাবে মিটবে কি না।