গত মাসের মাঝামাঝি সময় থেকেই কোচ নির্বাচনের ক্ষেত্রে একাধিক হাইপ্রোফাইল নাম উঠে আসছিল ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) অন্দর থেকে। যাদের মধ্যে ছিলেন সার্জিও লোবেরা, কার্লোস কুয়াদ্রাত, অ্যান্তোনিও লোপেজ হাবাস।
তবে বাকিদের তুলনায় স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা দৌড়ে অনেকটা এগিয়ে থাকলেও ইদানিং ইস্টবেঙ্গল নিয়ে নাকি আগ্ৰহ হারিয়েছেন মুম্বাই সিটির এই আইএসএল জয়ী কোচ। যারফলে, চিনের সিচুয়ান থেকে এনওসি নিয়ে ভারতে আসলেও কলকাতায় আসার সম্ভাবনা অনেকটাই কম। এক্ষেত্রে ওডিশা কিংবা হায়দরাবাদের সঙ্গে যুক্ত হতে পারেন তিনি। সেকথা সামনে আসার পর থেকেই তোলপাড় পড়ে গিয়েছে ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে। তাই লোবেরার উত্তরের আসায় সম্পূর্ণ ভাবে বসে না থেকে বিকল্প খোঁজার কাজ শুরু করে দিয়েছে ইমামি ম্যানেজমেন্ট।
যা শোনা যাচ্ছে, সেই অনুযায়ী আগামী মরশুমের জন্য লাল-হলুদের দায়িত্বে আসতে পারেন বেঙ্গালুরু এফসির আইএসএল জয়ী কোচ কার্লোস কুয়াদ্রাত। বর্তমানে তিনি ডেনমার্কের একটি ক্লাবের সহকারী হিসেবে থাকলেও ইমামি ইস্টবেঙ্গলের অফার পেয়ে খুব একটা নেতিবাচক মনোভাব পোষন করতে দেখা যায়নি এই স্প্যানিশ কোচ কে। সেইমতো ইমামি ইস্টবেঙ্গলের তরফ থেকে চুক্তিপত্র পাঠানো হয় কুয়াদ্রাত কে। তবে লাল-হলুদে আসার জন্য বেশকিছু শর্ত রাখেন তিনি। যার মধ্যে অন্যতম হল দলের চিফ টেকনিক্যাল হিসেবে মন্দার তামহান কে দেশে ফিরিয়ে আনা। উল্লেখ্য, সুনীল ব্রিগেড কে আইএসএল জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই টিম ম্যানেজারের। তাই এবার ভারতে আসলে তাকে ফের রাখতে চাইছেন এই স্প্যানিশ কোচ।
East Bengal Club Assistant Secretary Mr. Rupak Saha : "আমরা একজন সফল কোচের সঙ্গে আলোচনা করেছিলাম কিন্তু তিনি আসছেন না। আমরা এখন আইএসএল এর আরো অনেক সফল কোচেদের সঙ্গে আলোচনা করছি হয়তো খুব তাড়াতাড়ি কাউকে নিয়োগ করবো।"#TorchBearers #EastBengalFC pic.twitter.com/frPNQBKYAh
— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@TORCH__BEARERS) April 24, 2023
তবে শোনা গিয়েছে, কার্লোস কুয়াদ্রাত কে আগামী মরশুমের দায়িত্ব দিতে নাকি খুব একটা রাজি নয় ম্যানেজমেন্টের একাংশ। সেজন্য তার পাশাপাশি অ্যান্তোনিও লোপেজ হাবাসের সাথে ও নাকি কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এই কোচ প্রসঙ্গে আজ সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হলে লাল-হলুদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী রূপক সাহা বলেন, আগামী মরশুমের জন্য আমরা একজন সফল কোচকেই আনার পরিকল্পনা করেছি। সেইমতো একজন সফল কোচের সঙ্গেই আমরা কথাবার্তা অনেকদূর এগিয়ে নিয়ে গিয়েছিলাম। তবে তিনি আসছেন না। আমরা এখন আইএসএলের অন্যান্য সফল কোচদের সঙ্গে আলোচনা করছি। আশা করছি খুব তাড়াতাড়ি তাদের মধ্যে কাউকে দলের দায়িত্ব দিতে পারব। তাই শেষ পর্যন্ত কার হাতে ওঠে ইস্টবেঙ্গলের দায়িত্ব এখন সেটাই দেখার।