Sunday, December 7, 2025
HomeSports NewsEast Bengal : আইনজীবী নিয়ে ফের বাংলাদেশের পথে লাল হলুদ কর্তারা

East Bengal : আইনজীবী নিয়ে ফের বাংলাদেশের পথে লাল হলুদ কর্তারা

- Advertisement -

ফের বাংলাদেশ সফরে যাচ্ছেন ইস্টবেঙ্গল (East Bengal) কর্তারা। জরুরি ভিত্তিতে। বুধবার সন্ধ্যায় মিলেছে এমনই খবর। চূড়ান্ত কথা হতে পারে বসুন্ধরা গ্রুপের (Basundhara Group) সঙ্গে।

কিছু দিন আগে বাংলাদেশ থেকে ফিরেছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। খোলসা করে কিছু জানানো হয়নি সফরের ব্যাপারে। সঠিক সময়ে বিশদে জানা যাবে, বলেছিলেন লাল হলুদ কর্তা। সমর্থকদের আশা, খুব শীঘ্রই পদ্মা পার থেকে সুখবর বয়ে আসবে।

   

জানা গিয়েছে, জরুরি ভিত্তিতে হতে চলেছে আগামী বৈঠক। আইনজীবীকে সঙ্গে নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দিতে পারেন ইস্টবেঙ্গল ক্লাবের কান্ডারিরা।

সামাজিক মাধ্যমেও বসুন্ধরা প্রসঙ্গে জোর আলোচনা। সমর্থকদের একাংশ মনে করছেন যে কথা পাকা করেই এবার দেশে ফিরবেন প্রিয় ক্লাবের কর্তারা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular