আগামী দিনে ইস্টবেঙ্গলে (East Bengal) কারা বিনিয়োগ করবে সে ব্যাপারে জল্পনার শেষ নেই। বহু কোম্পানির নাম শোনা গিয়েছে ইতিমধ্যে। সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাই এ ব্যাপারে সরাসরি প্রশ্ন করা হয়েছিল লাল হলুদ কর্তা দেবব্রত সরকারকে।
বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকার সংবাদ মাধ্যমে বলেছেন, “আমি তো শুনলাম আদানির সাথে হয়ে গেছে। আমি আবার শুনলাম শ্রী সিমেন্টও নাকি আবার হচ্ছে। আমি শুনলাম স্টার সিমেন্টেরও হয়ে গেছে। তারপরে শুনলাম ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে গেছে। কালকে শুনলাম কোল ইন্ডিয়া হয়ে গেছে।”
জুন মাসের শুরুর দিকেই কথাবার্তা চূড়ান্ত হবে বলে আশা করছেন দেবব্রত। তবে ক্লাব যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ নিচ্ছেন সে কথা তিনি স্পষ্ট করে জানিয়েছেন। এরপরই জল্পনা উস্কে বলেছেন যে ইস্টবেঙ্গল ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ, আর্সেনালের সঙ্গেও কথা বলছে।
এদিন ইস্টবেঙ্গল ক্লাবে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন এবারের সন্তোষ ট্রফি দলের সদস্যরা। স্কোয়াডের প্রত্যেক ফুটবলারের জন্য ক্লাবের দরজা খোলা রয়েছে বলে জানানো হয়েছে।