প্লেয়ার স্ট্যাটাস কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা, কী বললেন?

শেষ কয়েক মাস ধরেই আনোয়ার আলিকে নিয়ে ব্যাপক জল্পনা দেখা দিয়েছিল কলকাতা ময়দানে। গত বছর মোহনবাগান সুপার জায়ান্ট দলের হয়ে খেললেও এবার যোগ দিয়েছেন ইমামি…

East Bengal Official Debabrata Sarkar

শেষ কয়েক মাস ধরেই আনোয়ার আলিকে নিয়ে ব্যাপক জল্পনা দেখা দিয়েছিল কলকাতা ময়দানে। গত বছর মোহনবাগান সুপার জায়ান্ট দলের হয়ে খেললেও এবার যোগ দিয়েছেন ইমামি ইস্টবেঙ্গলে (East Bengal)। তবে হিসাব অনুযায়ী সবুজ-মেরুনের সাথে লোনে চুক্তিবদ্ধ ছিলেন এই ভারতীয় ডিফেন্ডার। কিন্তু নয়া সিজনে দীর্ঘমেয়াদি চুক্তির অভাব বোধ করায় পুরনো দল ছাড়তে চান এই সেন্টার ব্যাক। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত। এই সুযোগ কাজে লাগিয়েই তাঁকে সই করিয়ে নেয় পড়শী ক্লাব।

   

সেখান থেকেই শুরু দুই প্রধানের দ্বন্দ্ব। পরবর্তীতে এই গোটা বিষয়টি চলে যায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে‌। প্রথমদিকে অতি দ্রুততার সাথে কাজ হলেও পরবর্তীতে নানাবিধ কারণে পিছিয়ে যায় শুনানি। অবশেষে মঙ্গলবার সকালে জানা যায় পিএসসির রায়। যেখানে অনেকটাই এগিয়ে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। ‘প্রিলিমিনারি বডি’র সিদ্ধান্ত অনুযায়ী ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি থেকে বিরাট অঙ্কের ক্ষতিপূরণ পাবে সবুজ-মেরুন।

সেইসাথে রয়েছে দুইটি ট্রান্সফার উইন্ডো ব্যান। এছাড়াও চার মাস মাঠের বাইরে থাকতে হবে আনোয়ার আলিকে। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা সকলের কাছে। যদিও এখানে পাল্টা আবেদন করার সুযোগ থাকবে বাকিদের। এই সবের মাঝেই পিএসসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি বলেন, “আমি যতদূর জানি‌ প্লেয়ার স্ট্যাটাস কমিটি কোনও রকমের ফাইন ধার্য করতে পারে না। কিন্তু তাঁরা সেটা করেছে।এবার পরিস্থিতি অনুযায়ী আইন এবং বলের ভিত্তিতে গোটা বিষয়টি এগোবে।”

পাশাপাশি আনোয়ার ইস্যু নিয়ে তিনি আরও বলেন,” এই সমস্ত কিছু আমাদের আইনজীবীরা ঠিক করবেন। তাঁরাই‌ বলবেন কোন পথে এগোনো প্রয়োজন। আপাতত আমরা ধীরে চলো নীতিতে এগোতে চাই।” তাহলে কী এবার সর্বোচ্চ পদক্ষেপ নিতে চলেছে লাল-হলুদ? আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।