শেষ কয়েকটি সিজনে ইমামি ইস্টবেঙ্গলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন নাওরেম মহেশ সিং (Naorem Mahesh Singh)। ভারতের জাতীয় দলে নিজের জায়গা পাকা করা এই ফুটবলার ইস্টবেঙ্গলের জন্য বহু গুরুত্বপূর্ণ ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গোল করা ও সতীর্থদের গোল করানোর ক্ষেত্রে তার অসামান্য ভূমিকার কারণে তাকে ক্লাবের অত্যন্ত মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা করা হয়।
Also Read | রেফারিং ইস্যু নিয়ে ফেডারেশনের দ্বারস্থ মশালবাহিনী
গত কিছুদিন ধরেই ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) ম্যাচগুলিতে রেফারির বিতর্কিত (Red Card Controversy) সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে, আর এই বিষয়টি নিয়ে বিশেষ করে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে অসন্তোষ জমা হয়েছে। এরই মাঝে ডার্বি ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মহেশ ও নন্দকুমার সেকারের লাল কার্ড নিয়ে উত্তপ্ত হয় ইস্টবেঙ্গল শিবির। ম্যাচে একটি সিদ্ধান্তের ফলে মহেশকে মাঠের বাইরে পাঠানো হয়, যা নিয়ে ইস্টবেঙ্গলের সমর্থকদের পাশাপাশি ক্লাব কর্মকর্তারাও ক্ষুব্ধ হন।
Also Read | সন্তোষ ট্রফির জন্য বাংলা থেকে কাদের বেছে নিলেন সঞ্জয় সেন? জানুন
মহেশের এই আচরণকে ঘিরে সমালোচনার ঝড় উঠলেও ইমামি ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার তার পাশে দাঁড়িয়েছেন। মঙ্গলবার ক্লাবের কার্যকরী সমিতির বৈঠকে মহেশের প্রসঙ্গে কথা বলতে গিয়ে দেবব্রত সরকার বলেন, “আমি মনে করি না মহেশ কোনও অপরাধ করেছে। এমন ঘটনা পৃথিবীর সর্বত্র হয়ে থাকে। একটা টিম দিনের পর দিন রেফারির বিতর্কিত সিদ্ধান্তের শিকার হচ্ছে। অপ্রাসঙ্গিক একটি লাল কার্ড দেখার পর দলের একজন ফুটবলার সুস্থ থাকার জন্য কিছু করা অত্যন্ত স্বাভাবিক। মহেশ কোনও অন্যায় করেনি।”
Also Read | অস্ট্রেলিয়ার স্কোয়াডে ম্যাক্সউইনি, উচ্ছ্বসিত বাটলেট
দেবব্রত সরকার আরও বলেন, “মহেশ যদি কোনও অপরাধ করেও থাকে, দলের সদস্যরাই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। ক্লাবের প্রতি তার দায়বদ্ধতা, খেলার প্রতি তার মনোযোগ এবং তার সতীর্থদের প্রতি সহযোগিতার মনোভাব তাকে আমাদের দলের অমূল্য সদস্য হিসেবে তৈরি করেছে।”
ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের এই সহানুভূতিশীল মনোভাব ইঙ্গিত দেয় যে, তারা ফুটবলারের মানসিক ও শারীরিক চাপকেও গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। কারণ মাঠে এমন অনেক পরিস্থিতি তৈরি হয় যেখানে ফুটবলারদের ওপর অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি হয় এবং অনেক সময় ভুল সিদ্ধান্তও হয়ে থাকে।
Also Read | সিরিজে টিকে থাকার লড়াইয়ে অর্শদীপের ব্যাটিংয়ের নতুন চ্যালেঞ্জ
ক্লাবের এই সমর্থনকে কেন্দ্র করে মহেশেরও আত্মবিশ্বাস বাড়ছে। মাঠে যে ধরনের চাপের মধ্যে দিয়ে ফুটবলাররা যায়, তা থেকে শিখে ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে উঠতে তিনি বদ্ধপরিকর। ম্যাচ চলাকালে ফুটবলারদের এই ধরণের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে রাখার জন্য ক্লাব ম্যানেজমেন্টও সচেতন।
Also Read |
লাল কার্ড বিতর্ক নিয়ে ইমামি ইস্টবেঙ্গল সহ অন্য ক্লাবগুলির মধ্যেও প্রতিবাদ এবং সমালোচনা অব্যাহত রয়েছে। সম্প্রতি আইএসএলে ভিএআর প্রযুক্তি আনার দাবি উঠলেও, এখনো সেই দাবি পূরণে ফেডারেশন আশ্বাস দিলেও দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ অবস্থায় রেফারির বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে ক্লাবগুলি সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে।
ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের এই পদক্ষেপ সমর্থকদের মধ্যে আশার সঞ্চার করেছে এবং মহেশের মতো প্রতিভাবান ফুটবলারদের পাশে দাঁড়ানোতে ক্লাবের সুনাম বৃদ্ধি পেয়েছে।