একের পর এক চমক দিচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal)। গতবারের দলের বেশ কয়েকজনকে ফুটবলারকে ধরে রেখে এবার নতুন কয়েকজনকে সই করাচ্ছে ক্লাব। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের আক্রমণভাগকে বেশ ধারাল দেখাচ্ছে। তবে কাজ এখনও বাকি।
Mohun Bagan: কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে আটকে গেল মোহনবাগান
দিমিত্রিওস দিয়ামান্তিকসের পর ডেভিডকেও নিশ্চিত করেছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার ডেভিডকে দলে নেওয়ার কথা সরকারীভাবে জানিয়েছে ক্লাব। তিন বছরের চুক্তিতে লাল হলুদ শিবিরের সঙ্গে যুক্ত হয়েছেন ডেভিড। গতবারের কলকাতা ফুটবল লিগ ও ডুরান্ড কাপে মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে গোলের বন্যা বইয়ে দিয়েছিলেন তিনি। সাদা কালো ব্রিগেডের এই গোলমেশিন এবার লাল হলুদ শিবিরে।
ক্লেইটন সিলভা ২০২৪-২৫ মরসুমেও থাকছেন বলে আশা করা হচ্ছে। গোল্ডেন বুট জয়ী গ্রিক স্ট্রাইকারও এবার ইস্টবেঙ্গলকে। সেই সঙ্গে ডেভিড। পঞ্জাব এফসির হয়ে খেলা মাদিহ তালাল-ও ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত হচ্ছে বলে মনে করা হচ্ছে। এছাড়া আক্রমণভাগে মদদ করার জন্য থাকছেন মহেশ। সব মিলিয়ে ইস্টবেঙ্গলের এই আক্রমণভাগকে বেশ ভয়ংকর দেখাচ্ছে।
সুহেল বনাম দীপেন্দু! ভিডিও শেয়ার করল Mohun Bagan
বাকি রইল মাঝমাঠ ও রক্ষণভাগ। মাঝমাঠের ফুটবলার সাউল ক্রেসপোর সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করেছে ইস্টবেঙ্গল। সৌভিক চক্রবর্তীর সঙ্গে সাউল জুটি ২০২৩-২৪ মরসুমে হয়ে উঠেছিল লাল হলুদের অন্যতম চালিকা শক্তি। সাউল থাকছেন, তাঁকে যোগ্য সঙ্গত দেওয়ার জন্য অন্তত ভাল মানের আরও একজন মিডফিল্ডার দরকার।
ডিফেন্সে হিজাজি মাহের থাকছেন বলেই ধরে নেওয়া হচ্ছে। জর্ডান এলসে মাঠে ফেরার জন্য মরীয়া। মাঝমাঠের পর রক্ষণভাগ নিয়েও আগামী দিনে করতে পারে একাধিক ঘোষণা।