ফর্মেশন বদল করে ইস্টবেঙ্গলকে মাঝমাঠে লোক বাড়াতে হবে: রঞ্জন ভট্টাচার্য

Ranjan Bhattacharya Coach

এবার ইস্টবেঙ্গলের (East Bengal) দায়িত্ব নিয়েছেন প্রাক্তন ভারতীয় কোচ স্টিফেন কনস্টানটাইন। দায়িত্ব নেয়ার পর ডুরান্ড কাপে খেলেছিল ইস্টবেঙ্গল। ডার্বি ম্যাচ হারলেও শেষ ম্যাচে মুম্বাই এফসি বিরুদ্ধে ভালো জয় পেয়েছিল লাল-হলুদ শিবির।

Advertisements

mami-east-bengal-practice-ground-roumers

শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের খেলা দেখার পর অনেকেই উৎসাহিত হয়েছেন। বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্যও (Ranjan Bhattacharya) আশাবাদী ইস্টবেঙ্গল দলকে নিয়ে। যদিও পদ্ধতিতে কিছু বদল করা দরকার বলে তিনি মনে করছেন।

Sumeet Passi brace for Emami East Bengal

Advertisements

তিনি বলেন, ‘গতবারের থেকে ইস্টবেঙ্গল এবার ভালো খেলবে বলেই মনে করছি। ইস্টবেঙ্গল ডুরান্ড কাপে যা খেলেছে, তার থেকে সরে এসে পদ্ধতি একটু বদল দরকার বলে মনে করছি। ডুরান্ড কাপে দেখলাম, ইস্টবেঙ্গলকে ৪-৪-২ ফরমেশনে খেলতে। আমার মনে হয় মাঝে মাঠে লোক বাড়ানো দরকার । সেক্ষেত্রে ফর্মেশনে বদল করতে হবে। ৪-৩-৩, ৪-৫-১, যে কোনও ফর্মেশনে খেলা যেতে পারে। মাঝমাঠের লোক বাড়লে ইস্টবেঙ্গল আরও ভালো ফুটবল খেলবে বলে মনে করছি।’

mami-east-bengal-practice-ground-roumers

পাশাপাশি তিনি বলেন, ‘এবার ইস্টবেঙ্গল দলে বয়স্ক ফুটবলারের সংখ্যা কম।অধিকাংশ জুনিয়র ফুটবলার, দলটা অনেক দৌড়াবে। পাশাপাশি গতবার একেবারে শেষ পজিশনে শেষ করেছিল তারা। এবার অবশ্য সেটা হবে না। তবে এক থেকে পাঁচ নম্বরে থাকতে গেলে দলে ফর্মেশন বদল করতে হবে। সেই সঙ্গে একটা ভালো স্ট্রাইকার দরকার। তাহলে এই দলটা অনেক ভালো ফুটবল খেলবে এই বিষয়ে আমি আশাবাদী।’