East Bengal: দুই বিদেশি ডিফেন্ডারকে চূড়ান্ত করার পথে ইস্টবেঙ্গল, কারা এই তারকা?

গত তিনটি মরশুমের ব্যর্থতা কাটিয়ে এবার নিজেদের নতুন করে মেলে ধরতে মরিয়া ইস্টবেঙ্গল (East Bengal)। সেইমতো অনেক আগে থেকেই দল গঠনের পাশাপাশি কোচ নির্বাচনের কাজ শুরু করেছিল ময়দানের এই প্রধান।

Jose Antonio Pedro Lucas

গত তিনটি মরশুমের ব্যর্থতা কাটিয়ে এবার নিজেদের নতুন করে মেলে ধরতে মরিয়া ইস্টবেঙ্গল (East Bengal)। সেইমতো অনেক আগে থেকেই দল গঠনের পাশাপাশি কোচ নির্বাচনের কাজ শুরু করেছিল ময়দানের এই প্রধান। যারফলে, গত এপ্রিলের শেষের দিকে ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে বিদায় জানিয়ে স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের হাতে তুলে দেওয়া হয় দলের দায়িত্ব। একটা সময় যার হাত ধরে হিরো আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল বেঙ্গালুরু এফসি।

এবার তার উপরে ভরসা রেখেই দল গঠনের কাজ শুরু করে ম্যানেজমেন্ট। তার কথা মতোই পরবর্তীতে দেশি ও বিদেশি ফুটবলার চূড়ান্ত করেছে ইস্টবেঙ্গল। গত মরশুমের বেশকিছু ফুটবলারদের দলে রেখে বাকিদের রিলিজ দিয়ে নন্দকুমার শেখর থেকে শুরু করে মন্দাররাও দেশাই, নিশু কুমার, প্রভসুখন গিল থেকে শুরু করে যুব দলের আরও একাধিক খেলোয়াড়দের দলে টেনে নেয় ইস্টবেঙ্গল।

   

তবে এখানেই শেষ নয়, দলের বিদেশি নির্বাচনের ক্ষেত্রে ভরসা রাখা হয় কুয়াদ্রাতের উপরে। তার কথা মেনেই দলে আনা হয় গতবছর হায়দরাবাদ দলের দুই তারকা ফুটবলার তথা জাভিয়ের সিভেরিও ও বোরহা হেরেরাকে। এছাড়াও ওডিশা এফসি থেকে দলে আনা হয় তারকা ফুটবলার সাউল ক্রেসপোকে। তবে সেখানেই শেষ নয়, দল গঠনের ক্ষেত্রে আরও এক বিদেশি ডিফেন্ডার নেওয়ার কথা লাল-হলুদের।

সেইমতো গতকয়েক মাস ধরেই বোরহা থেকে শুরু করে জেমস দোনাচির মতো একাধিক তারকা ফুটবলারদের সঙ্গে কথাবার্তা শুরু করে ইমামি ম্যানেজমেন্ট। তবে শেষ পর্যন্ত থমকে যায় সমস্ত কিছু। যারফলে, বিদেশি চূড়ান্ত করার ক্ষেত্রে এবার নয়া সিদ্ধান্ত নেওয়ার পথে ইস্টবেঙ্গল। যতদূর জানা গিয়েছে, একজন স্প্যানিশ ডিফেন্ডারের পাশাপাশি আরও এক অজি ডিফেন্ডারকে আনতে চাইছে শতাব্দী প্রাচীন এই ক্লাব।

তাদের মধ্যে একজন হলেন, জোসে অ্যান্তোনিও পাদ্রো লুকাস ও অন্যজন হলেন জর্ডন এলসি। বিশেষ সূত্র মারফত খবর, আগামী একটি ফুটবল মরশুমের কথা মাথায় রেখে এই দুই তারকা ফুটবলারকে দলে সই করাতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল। সেইমতো ক্লাবের তরফ থেকে নাকি পাঠানো হয়ে গিয়েছে চুক্তিপত্র। আগামী কয়েকদিনের মধ্যেই নাকি চূড়ান্ত হয়ে যাবে সমস্ত কিছু। শেষ ফুটবল মরশুমে অস্ট্রেলিয়ার পারছে গ্লোরির হয়ে খেলেছিলেন জর্ডন। পূর্বে নিউক্যাসেলের মতো দলেও খেলার অভিজ্ঞতা রয়েছে এই ফুটবলারের। অন্যদিকে পাদ্রো খেলেছিলেন এলডেন্সিতে। তবে সব ঠিক থাকলে নতুন মরশুমের জন্য তাদের গন্তব্য হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল।