East Bengal: রক্ষণকে মজবুত করতে এই দেশীয় তারকাকে চূড়ান্ত করার পথে ইস্টবেঙ্গল

বর্তমান সময়ে দাঁড়িয়ে নতুন মরশুমের জন্য জোরকদমে দল গোছাচ্ছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)।

Narender Gahlot

বর্তমান সময়ে দাঁড়িয়ে নতুন মরশুমের জন্য জোরকদমে দল গোছাচ্ছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। সেইমতো গত মাসের প্রথম দিকেই নন্দকুমার শেখর থেকে শুরু করে নিশু কুমার, হরমনজোত সিং খাবরা ও মন্দাররাও দেশাইয়ের মতো তারকাকে সই করায় লাল-হলুদ শিবির। পাশাপাশি দলের মাঝমাঠ ও আক্রমণভাগ কে শক্তিশালী করতে জাভিয়ের সিভেরিও থেকে শুরু করে বোরহা হেরেরা ও সাউল ক্রেসপোর মতো বিদেশিদের ও আনা হয়ে নতুন দলে।

তবে দেশীয় ফরোয়ার্ডের পাশাপাশি একজন দক্ষ ডিফেন্ডারের খোঁজ চলছে বহুদিন ধরেই। ফরোয়ার্ড লাইনের ক্ষেত্রে ভারতীয় দলের অন্যতম তারকা রহিম আলি থেকে শুরু করে গুরকিয়াত সিংয়ের নাম উঠে আসলেও ডিফেন্ডার বাছাই নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা।

   

তবে এবার সেই নিয়েই উঠে আসল নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, আগত ফুটবল মরশুমের কথা ভেবে একজন বিদেশি সেন্ট্রাল ব্যাকের পাশাপাশি দেশীয় তারকার খোঁজ চলছিল অনেক আগে থেকেই। তবে এবার ওডিশা এফসির এক তরুন ডিফেন্ডারের দিকে নাকি নজর পড়েছে ইমামি ম্যানেজমেন্টের। তিনি নরেন্দ্র গাহলট। একটা সময় জামশেদপুর এফসির হয়ে দলের রক্ষনভাগ সামলেছেন তিনি। দলের হয়ে জিতেছেন আইএসএলের লিগ শিল্ড শিরোপা। কিন্তু পরের বছরই দল বদলে চলে আসেন ওডিশা এফসি তে। কিন্তু শেষ মরশুমে খুব একটা ম্যাচ টাইম পাননি এই তারকা। যা নিয়ে রীতিমতো হতাশ ছিলেন নিজেও। তারমধ্যে এই নতুন মরশুমের আগে নতুন কোচ হিসেবে সার্জিও লোবেরার আসার পর থেকে আরো অনিশ্চিত হয়ে পড়েছে তার থাকার সম্ভাবনা।

তাছাড়া এই তারকা ফুটবলার কে রাখতে খুব একটা আগ্ৰহ ও নাকি নেই লোবেরার। যারফলে, স্বাভাবিকভাবেই দল বদলের প্রসঙ্গ উঠে আসতে শুরু করেছে। কিন্তু আগামী ২০২৫ সাল পর্যন্ত এই তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি থাকায় বিরাট অঙ্কের ট্রান্সফার ফি ছাড়া নরেন্দ্র কে নেওয়া সম্ভব নয় কোনো দলের পক্ষে। তাই নাকি আপাতত লোনের মাধ্যমে নরেন্দ্র কে অন্য দলে ছাড়তে চাইছে ওডিশা। এক্ষেত্রে এই দেশীয় তারকা কে দলে নেওয়ার ক্ষেত্রে নাকি গত কয়েকদিন ধরেই যথেষ্ট আগ্ৰহ প্রকাশ করে আসছে ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তাই সব ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হতে পারে এই তরুণ ফুটবলারের নাম।