ইস্ট-বাগানে খেলা এই তারকা ফুটবলারকে সই করিয়ে চমক দিল Mohammedan

চলতি দলবদলের বাজারে একের পর এক চমক দিয়েই চলেছে মহামেডান (Mohammedan)। অভিজ্ঞ-তরুণ ক্রিকেটারদের সমন্বয় এবার দুর্দান্ত একটা দল গঠন করছে তারা। এবার তারা দলে তুলে…

Abhishek Ambekar

চলতি দলবদলের বাজারে একের পর এক চমক দিয়েই চলেছে মহামেডান (Mohammedan)। অভিজ্ঞ-তরুণ ক্রিকেটারদের সমন্বয় এবার দুর্দান্ত একটা দল গঠন করছে তারা। এবার তারা দলে তুলে নিলো ইস্টবেঙ্গল – মোহনবাগানে খেলা তারকা ডিফেন্ডার’কে। তিনি হলেন লেফট ব্যাক অভিষেক আম্বেকর । এদিন সোশ্যাল মিডিয়ায় এই খবর নিজেরাই শেয়ার করে জানানো হয়েছে সাদা কালো ব্রিগেডের তরফে।

শেষ মরশুমে মহারাষ্ট্রের এই ফুটবলার’কে খেলতে দেখা গেছিলো রাজস্থান ইউনাইটেডে।খেলেছিলেন ১২ টি ম‍্যাচ।এর আগে ২০১৮ সালে মিনার্ভা পাঞ্জাবের হয়ে আইলিগ জিতেছিলেন ।এরপর কলকাতার দুই প্রধানে খেলার অভিজ্ঞতা’কে সাদা কালো ব্রিগেডে কিভাবে কাজে লাগান অভিষেক, এখন সেটাই দেখার বিষয়।