Kashmir: অগ্নিপথ নিয়ে ভারতীয় সেনার বিশেষ শিবির

একদিকে যখন অগ্নিপথ প্রকল্পকে ঘিরে বিতর্কের শেষ নেই, ঠিক তখনই কাশ্মীরে যুবকদের জন্য তৈরি হল একটি বিশেষ সেনা ক্যাম্প। সেনাবাহিনীতে অগ্নিপথ প্রকল্পের আওতায় অগ্নিবীরদের অনলাইন…

একদিকে যখন অগ্নিপথ প্রকল্পকে ঘিরে বিতর্কের শেষ নেই, ঠিক তখনই কাশ্মীরে যুবকদের জন্য তৈরি হল একটি বিশেষ সেনা ক্যাম্প। সেনাবাহিনীতে অগ্নিপথ প্রকল্পের আওতায় অগ্নিবীরদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হওয়ার একদিন আগে, ভারতীয় সেনাবাহিনী কিস্তওয়ার এলাকায় তরুণদের জন্য একটি ‘সচেতনতা শিবির’ আয়োজন করে।

শুধু তাই নয়, ছেলেদের পাশাপাশি মেয়েরাও এই শিবিরে অংশ নিয়েছিল। কারণ মহিলা ও অগ্নিবীরদেরও ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা যেতে পারে। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীর ভিত্তিক আরআর রাষ্ট্রীয় রাইফেলসের স্থানীয় ইউনিট ৩০ জুন বৃহস্পতিবার কিস্তওয়ারের ছত্রুতে এই সচেতনতা শিবিরের আয়োজন করে। শুক্রবার থেকে শুরু হতে চলা অগ্নিপথ প্রকল্পের আওতায় কীভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে, তা এই শিবিরের মাধ্যমে যুবকদের জানান সেনা আধিকারিকরা। সেনায় ফায়ারভির হয়ে দেশের সেবা ও সুরক্ষার কথাও বলেন তিনি।

প্রসঙ্গত, ১ জুলাই থেকে দেশের যুবকদের সেনা ও নৌ-বাহিনীতে অগ্নিবীর হওয়ার জন্য অগ্নিপথ প্রকল্পের আওতায় অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। বিমান বাহিনীতে অগ্নিবীর হওয়ার জন্য নিবন্ধন ইতিমধ্যে ২৪ জুন থেকে শুরু হয়েছে, যা ৫ জুলাই পর্যন্ত খোলা থাকবে।