Calcutta Football League: কবে ম‍্যাচ খেলতে নামবে, তা স্পষ্ট করল ইস্টবেঙ্গল-মহামেডান

শনিবার আইএফএতে আসন্ন প্রিমিয়ার লিগ সংক্রান্ত মিটিংয়ে উপস্থিত ছিলো কলকাতা প্রিমিয়ার লিগে (Calcutta Football League) অংশগ্রহণ কারী প্রতিটি দল,এদিন লিগ শুরু’র ব্লু প্রিন্ট তৈরি হয়ে…

Calcutta Football League

শনিবার আইএফএতে আসন্ন প্রিমিয়ার লিগ সংক্রান্ত মিটিংয়ে উপস্থিত ছিলো কলকাতা প্রিমিয়ার লিগে (Calcutta Football League) অংশগ্রহণ কারী প্রতিটি দল,এদিন লিগ শুরু’র ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেলো। জুলাই মাসের মাঝামাঝি’তেই শুরু হতে চলেছে কলকাতা প্রিমিয়ার লিগ,তবে এদিন’ই কলকাতার দুই প্রধান দল ইস্টবেঙ্গল এবার মহামেডান স্পষ্ট করেছে তারা ৩০ শে জুলাইয়ের আগে লিগের ম‍্যাচে খেলতে নামবে না৷ এক্ষেত্রে ইস্টবেঙ্গলের বিষয়ে একটা ব‍্যাপার স্পষ্ট হলো যে তাদের হয়তো দল গঠনের ক্ষেত্রে সময়টা একটু বেশি’ই লাগবে এবার,তবে এর নেপথ‍্যে কারণ খানি খুবই স্পষ্ট।এখনো ইমামি’র সাথে চুক্তি’ই সম্পন্ন হয়নি যে দলের।

এদিকে, মোহনবাগান’কে চিঠি ধরাচ্ছে আইএফএ৷ মোহনবাগান কি কলকাতা লিগে আদৌও খেলবে এবছর। ইতিমধ্যে তা নিয়ে প্রশ্ন উঠছে।সংশ্লিষ্ট সভায় ইস্টবেঙ্গল, মহামেডানের ক্লাব গুলোর প্রতিনিধি থাকলেও, মোহনবাগানের কোনও প্রতিনিধি ছিলো না।এরপর সবুজ মেরুনের কোনও সদস্য গর্ভনিং বডির সভাতেও উপস্থিত ছিলেন না।

পরবর্তী সময়ে আইএফএ চেয়ারম‍্যান সুব্রত দত্ত প্রশ্ন তোলেন কেন সভায় কোনও মোহনবাগানের সদস‍্য উপস্থিত নেই।সংশ্লিষ্ট ক্লাব কি কলকাতা লিগ খেলবে কিনা সেটা স্পষ্ট হচ্ছে না।অথচ ওদের জন্য প্রিমিয়ার লিগের সূচী আটকে আছে।এমন একটা পরিস্থিতি’তে তিনি সহ সভাপতি স্বরূপ বিশ্বাস মোহনবাগানকে চিঠি দেওয়ার পরামর্শ দিয়েছেন।তিনি এবং আরেক সহ সভাপতি সৌরভ পাল’কে এবিষয়টা দেখভাল করার দিকে নজর দেওয়ার কথা বলেছেন।এরপর একটা সিদ্ধান্তে এসে সিদ্ধান্ত’টি গর্ভনিংবডির সভায় পেশ করা হোক।সুব্রত দত্তের এই পরামর্শ মেনে নিয়েছে উপস্থিত গর্ভনিং বডির সকল সদস‍্য।

এরপর স্বরুপ বিশ্বাস সকলের উদ্দেশ্য জানান মোহনবাগানের জন্য আটকে আছে কলকাতার লিগের ফিক্সচার তৈরী করার কাজ।তাই আজকেই (শনিবার) তিনি চিঠি পাঠাচ্ছেন, কি হয়েছে বিষয়টা খতিয়ে দেখতে চান তিনি’ও।সব মিলিয়ে সবুজ মেরূন শিবিরের কলকাতা লিগে খেলা’কে কেন্দ্র করে ধোঁয়াশা জারি থাকলো।