East Bengal-Moghan Bagan: ডার্বি ম্যাচের ঢাকে কাঠি পড়ে গেল

হাইভোল্টেজ ডার্বি ম্যাচের দিনক্ষণ ঠিক হয়ে গেল। আগামী বুধবার সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ক্যাম্পাসে হাইপ্রেসার ডার্বি ম্যাচে মোহনবাগান খেলতে নামছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। বৃ্হস্পতিবার সিএবি প্রথম…

East Bengal - Moghan Bagan Cricket Match

হাইভোল্টেজ ডার্বি ম্যাচের দিনক্ষণ ঠিক হয়ে গেল। আগামী বুধবার সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ক্যাম্পাসে হাইপ্রেসার ডার্বি ম্যাচে মোহনবাগান খেলতে নামছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। বৃ্হস্পতিবার সিএবি প্রথম ডিভিশন লিগের ক্রীড়াসূচি সামনে এসেছে।

Advertisements

২০২২-২৩ সেশনে মোহনবাগান প্রথম ম্যাচ খেলবে পাইকপাড়া স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে, এই মাসের ২৫ তারিখ। এরপরেই ডার্বি ম্যাচ খেলতে নামবে টিম মোহনবাগান।

বিজ্ঞাপন

ইতিমধ্যে মোহনবাগান ক্রিকেট টিম কোচ প্রণব নন্দীর কোচিং’এ নিজেদের প্র‍্যাকট্রিস শুরু করে দিয়েছে। অনুষ্টুপ মজুমদার, অভিমন্যু ঈশ্বরণ,রাজকুমার পাল,ভানু আনন্দ,অর্ণব নন্দী সহ মোট ২৪ জনের স্কোয়াড।মেন্টর হিসেবে দলের সঙ্গে রয়েছেন পলাশ নন্দী।অভিমন্যু ঈশ্বরণ ২০২২-২৩ ক্রিকেট সেশনে মোহনবাগানের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে।