East Bengal: ইস্টবেঙ্গলের এই ফুটবলার নজর কাড়তে পারেন আগামী দিনে

East Bengal Naseeb Rahman

কলকাতা: চলতি কলকাতা ফুটবল লিগের পরপর দুই ম্যাচে জিতেছে ইস্টবেঙ্গল (East Bengal)। দুই ম্যাচেই এসেছে বড় ব্যবধানে জয়। রবিবার জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ৩-১ গোলে জিতেছে ইস্টবেঙ্গল। এই ম্যাচে নজর কেড়েছেন লাল হলুদের এক মিডফিল্ডার (Naseeb Rahman)।

Advertisements

East Bengal: মরসুমের শুরুতে স্পষ্ট ইস্টবেঙ্গলের লক্ষ্য

জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে প্রথমে পিছিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল। বিরতির আগে পর্যন্ত এক গোলের লিড ধরে রেখেছিল জর্জ টেলিগ্রাফ। পরের তিন গোল দেয় ইস্টবেঙ্গল। তিনটি গোলের মধ্যে দু’টি গোল সায়ন ব্যানার্জীর করা। গোল দু’টির পিছনে অবদান রয়েছে নসীব রহমানের। তাঁর বাড়ানো পাস থেকে গোল করার সুযোগ পেয়ে গিয়েছিলেন সায়ন।

Advertisements

রবিবারের ম্যাচের দ্বিতীয়ার্ধ্বে ইস্টবেঙ্গল খেলেছিল ইস্টবেঙ্গলের মতোই। কলকাতা ময়দানের প্রচলিত কথা, পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল আর খোঁচা খাওয়া বাঘ দু’টোই সর্বদা ভয়ঙ্কর। জর্জ টেলিগ্রাফ-ইস্টবেঙ্গল ম্যাচের ক্ষেত্রেও এটা বলা চলে। এক গোলে পিছিয়ে পড়ার পর কামব্যাক করেছিল ইস্টবেঙ্গল। চাপের মুখে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছিলেন লাল হলুদ ফুটবলাররা। মাঝমাঠ থেকে আক্রমণ গড়ার মতো পাস বাড়াচ্ছিলেন নসীব।

দুই ম্যাচ জিতে ডার্বি খেলতে নামবে East Bengal

নসীব রহমান কেরালার ফুটবল। বিনো জর্জের পর্যবেক্ষণে নিজের খেলা আরও ক্ষুরধার করছেন তিনি। ২০২২-২৩ ও ২০২৩-২৪ মরসুমেও ছিলেন লাল হলুদ শিবিরে। খেলেছেন রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ। সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি গেম টাইম পেতে পারেন এই তরুণ মিডফিল্ডার। কলকাতা ফুটবল লিগের শুরুটা ভাল করেছেন। পরের ম্যাচ মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে। এই ম্যাচেও সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চাইবেন নসীব।