Saturday, December 6, 2025
HomeSports NewsEast Bengal : পয়লা বৈশাখে নতুনের সূচনা হতে পারে ইস্টবেঙ্গলে

East Bengal : পয়লা বৈশাখে নতুনের সূচনা হতে পারে ইস্টবেঙ্গলে

- Advertisement -

বুধবার সন্ধ্যা থেকে চরমে ইস্টবেঙ্গল (East Bengal)-চর্চা । ফের বাংলাদেশে যাবেন লাল হলুদ কর্তারা। বসুন্ধরা গ্রুপের সঙ্গে জরুরি কথা। অল্প দিনেই হয়তো মিলবে খুশির খবর, আশায় সমর্থকরা। অনেকে মনে করছেন এপ্রিল মাস গুরুত্বপূর্ণ হতে চলেছে শতাব্দী প্রাচীন ক্লাবের কাছে জন্য।

Advertisements

স্পোর্টিং রাইট এখনও শ্রী সিমেন্টের হাতে রয়েছে। কবে ফেরত দেওয়া হবে নিশ্চিন্তে কিছু বলা যাচ্ছে না এখনই। তবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ক্লাব স্পোর্টিং রাইট ফিরে পাবে বলে ধারণা ফুটবল মহলের একাংশের।

   

ইস্টবেঙ্গলের নজরে একাধিক প্রতিভা রয়েছে। কয়েকজনের সম্মতি ইতিমধ্যে আদায় করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে শক্তিশালী দল গঠনের জন্য প্রয়োজন ভালো মানের ফুটবলার এবং পাকাপাকি সই। স্পোর্টিং রাইট হাতে না আসা পর্যন্ত সেটা সম্ভব নয়।

অন্যদিকে বিনিয়োগকারী প্রসঙ্গে বসুন্ধরা গ্রুপের দিকে তাকিয়ে রয়েছে আপামর লাল হলুদ জনতা। সুখবর শোনার আশায় তাঁরা বুক বাঁধতে শুরু করেছেন। অনুমান করা হচ্ছে যে পয়লা বৈশাখেই বড় কিছু ক্লাবের পক্ষ থেকে জানানো হতে পরে।

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular