East Bengal : লাল হলুদ ছাড়ার পর গোলের বন্যা বইয়ে দিয়েছিলেন ভারতীয় ফরোয়ার্ড

ইস্টবেঙ্গলে (East Bengal) ছিলেন এক সময়। সুযোগ পেয়েছিলেন বেশ কিছু ম্যাচে। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। কলকাতার এই ক্লাব ছাড়ার পর অফ ফর্মে…

ইস্টবেঙ্গলে (East Bengal) ছিলেন এক সময়। সুযোগ পেয়েছিলেন বেশ কিছু ম্যাচে। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। কলকাতার এই ক্লাব ছাড়ার পর অফ ফর্মে থাকা ফুটবলার যেন গোলের বন্যা বইয়ে দিয়েছিলেন অন্য দলের হয়ে !

বিদ্যাসাগর সিং ভারতীয় ফুটবলে পরিচিত নাম। প্রতিভাবান এক ফুটবলার হিসেবে বরাবর পরিচিত। ইস্টবেঙ্গলের হাত ধরে শুরু হয়েছিল যুব কেরিয়ার। ভালো খেলেছিলেন, গোল করেছিলেন। যার দৌলতে জায়গা পেয়েছিলেন ইস্টবেঙ্গলের সিনিয়র দলে। কিন্তু সেখানে তিনি ফ্লপ। এগারোটা ম্যাচ খেলে একটি মাত্র গোল করেছিলেন। ২০১৮-২০ মরশুমে লাল হলুদ জার্সি পরে মাঠে নেমেছিলেন।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

ইস্টবেঙ্গল ছাড়ার পর গিয়েছিলেন ট্রাউ এফসিতে। নিজের স্কোরিং বুট জোড়া আবার খুঁজে পেয়েছিলেন বিদ্যাসাগর। ২০২০-২১ মরশুমে এই ক্লাবে ছিলেন। খেলেছিলেন ১৫ ম্যাচ। ১২ টি গোল করেছিলেন।

এরপর ফের ছন্দ পতন। বেঙ্গালুরুর এফসিতে সই করেছিলেন ২০২১ সালে। মাত্র দু’টি ম্যাচে নেমেছেন। গোল করতে পারেননি। চোট আঘাত সমস্যায় ভুগেছেন অধিকাংশ সময়ে। ফুটবল প্রেমীদের একাংশের অভিযোগ, কোচেরা অনেক সময় সঠিক জায়গায় কাজে লাগান না বিদ্যাসাগর সিং-কে।