East Bengal: পাঞ্জাব এফসির ঘরের ছেলেকে দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল!

   এশিয়ান টুর্নামেন্টের কথা মাথায় রেখে ভাল দল গড়ছে ইস্টবেঙ্গল (East Bengal)। ক্লাব কর্তা, বিনিয়োগকারী কর্তা, কোচ, সকলেই ভাল স্কোয়াড গঠন করার ব্যাপারে আশাবাদী। নতুন…

practice in East Bengal
  

এশিয়ান টুর্নামেন্টের কথা মাথায় রেখে ভাল দল গড়ছে ইস্টবেঙ্গল (East Bengal)। ক্লাব কর্তা, বিনিয়োগকারী কর্তা, কোচ, সকলেই ভাল স্কোয়াড গঠন করার ব্যাপারে আশাবাদী। নতুন মরসুমে দলে যোগ দিতে চলেছে একাধিক নতুন ফুটবলার।

পাঞ্জাব এফসির (Punjab FC) তরুণ ফুটবলারকে নজরে রেখেছে ইস্টবেঙ্গল, দল বদলের বাজারে গুঞ্জন এমনটাই। ২০২৩-২৪ মরসুমে ইন্ডিয়ান সুপার লিগে আত্মপ্রকাশ করেছিলেন অভিষেক সিং (Abhishek Singh)। আইএসএল-এ খেলেছেন ধারাবাহিকভাবে। উঠতি এই ফুটবলারকে ইস্টবেঙ্গল দলে নিতে আগ্রহী বলে শোনা যাচ্ছে।

   

East Bengal: মাঠের এই পজিশনের জন্য ভাল ফুটবলার নিতে পারে ইস্টবেঙ্গল

অভিষেক সিং রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি গ্রাজুয়েট ফুটবলার। খেলেন মূলত সাইড ব্যাক পজিশনে। ইন্ডিয়ান সুপার লিগ ২০২৩-২৪ মরসুমে পাঞ্জাব এফসির হয়ে প্রথম একাদশে থেকেছেন ধারাবাহিকভাবে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও খেলেছেন অভিষেক সিং। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শেষ ম্যাচে পাঞ্জাব এফসি জিতেছিল ৪-১ গোলে। এই ম্যাচেও খেলেছিলেন অভিষেক। পুরো নব্বই মিনিট মাঠে ছিলেন।

সাইড ব্যাক পজিশনে ইস্টবেঙ্গলের নতুন ফুটবলার দরকার। কারণ এই পজিশনে নির্ভরযোগ্য ফুটবলার স্কোয়াডে খুব বেশি নেই। নিশু কুমার ও মহম্মদ রাকিপ ছিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রতের মূল ভরসা। এছাড়া ছিলেন মন্দার রাও দেশাই কিংবা হরমোনজোত সিং খাবরা। খাবরা নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। মন্দারও ধারবাহিক নন. পরের মরসুমে ইস্টবেঙ্গল ক্লাবে তিনি আদৌ থাকবেন কি না সেটাও একটা প্রশ্ন। এই পরিস্থিতিতে সাইড ব্যাক পজিশনে ইস্টবেঙ্গলের ফুটবলার দরকার।

জেমি ম্যাকলারেনের পর Melbourne City FC ছাড়ছেন আরো ৫ ফুটবলার

অভিষেক সিং লাল হলুদ ব্রিগেডের জন্য হতে পারেন ভাল অপশন। রিজার্ভ কিংবা প্রথম একাদশ দুই ক্ষেত্রেই তাঁকে কাজে লাগানো যেতে পারে। বয়স কম হওয়ার তাঁকে নিয়ে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করার সুযোগ পাবে ইস্টবেঙ্গল।