স্পোর্টিং রাইট ফিরে পেয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। আগামী মরশুমের জন্য ফুটবলার সই করার ক্ষেত্রে সমস্যা অনেকটাই দূর হয়েছে। বিনিয়োগকারী প্রসঙ্গেও ইতিবাচক কথা শুনিয়েছেন কর্তারা। এবার ভালো দল গড়ার অপেক্ষা।
শনিবার জানা গিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবে আগামী মরশুমের জন্য চূড়ান্ত হয়েছে জামশেদপুরে গোলরক্ষক পবন কুমার। ভারতীয় ফুটবলে পরিচিত একাধিক তারকা ফুটবলার লাল হলুদ কর্তাদের নজরে রয়েছে বলে জানা গিয়েছে।
মনে করা হচ্ছে, আরও তিনজন ফুটবলারকে আগামী দিনে লাল হলুদ জার্সিতে দেখা গেলেও যেতে পারে। শৌভিক চক্রবর্তী, ঋত্বিক দাস এবং আইবানবা ধোলিংয়ের নাম ঘোরাফেরা করছে ময়দানে। যার মধ্যে শৌভিক কলকাতার পরিচিত মুখ। ঋত্বিকও।