বিনিয়োগকারীর সঙ্গে পথ চলা শুরু হয়েছে। ট্রান্সফার উইন্ডো খুলবে খুলবে করছে। ইস্টবেঙ্গলের (East Bengal) পাশাপাশি অন্যান্য ক্লাবগুলোও দল গোছানোর ব্যাপারে তৎপর। সামনের মরশুমের জন্য আদৌ কি শক্তপোক্ত দল গড়তে পারবে ইস্টবেঙ্গল? সমর্থকদের মধ্যে প্রশ্ন থেকেই যাচ্ছে।
ইমামির সঙ্গে ইস্টবেঙ্গল কর্তাদের বৈঠক হয়েছে। দল গড়ার ব্যাপারে কোম্পানি আশ্বাস দিয়েছে। লাল হলুদ কর্তারা এখনও পর্যন্ত যে ফুটবলারদের নিশ্চিত করেছেন তাঁদের অনেকেরই ইন্ডিয়ান সুপার লিগ খেলার অভিজ্ঞতা নেই। সব মিলিয়ে ইস্টবেঙ্গলের সম্ভাব্য দল এখনও পর্যন্ত তারকাখচিত কিংবা দারুণ আশা জাগানো হয়নি।
গত মরশুমে শেষ বেলায় দল গড়েছিল এসসি ইস্টবেঙ্গল। তার ফল কেমন হয়েছিল সেটা লিগের ক্রম তালিকায় প্রকাশিত। তার আগের মরশুমেও ক্লাবের পারফরম্যান্স ভালো ছিল না। লাল হলুদ জনতা সুদিন ফেরার আশায় দিন গুনছেন।
ভালো গড়তে গেলে দরকার ভালো টাকা। মনে করা হচ্ছে বিনিয়োগকারীর পক্ষ থেকে সবুজ সংকেত দেওয়ার ফলে ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা আরও জোর দিয়ে দল গোছাতে পারবেন। ফ্রি এজেন্ট ফুটবলারদের পাশাপাশি মোটা ট্রান্সফার মূল্যের বিনিময়ে খেলোয়াড় আনতেও হয়তো দেখা যাবে।