East Bengal : পূরণ হচ্ছে না ইস্টবেঙ্গল সমর্থকদের আশা

পূরণ হচ্ছে না ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের আশা। মনে করা হয়েছিল পুরনো ক্লাবে ফিরে আসতে পারেন হরমনজোত সিং খাবরা। কিন্তু এই জল্পনার পালে হওয়া লাগার…

East-Bengal

পূরণ হচ্ছে না ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের আশা। মনে করা হয়েছিল পুরনো ক্লাবে ফিরে আসতে পারেন হরমনজোত সিং খাবরা। কিন্তু এই জল্পনার পালে হওয়া লাগার আগেই এল আপডেট।

Advertisements

সম্প্রতি ফুটবল মহলে গুঞ্জন, হরমনজোত সিং খাবরা যোগ দিতে পারেন ইস্টবেঙ্গলে। বৃহস্পতিবারের খবর, পুরনো ক্লাবে ফেরার জল্পনা উড়িয়ে কেরালা ব্লাস্টার্সেই আগামী মরশুমে থাকছেন তিনি।

   

ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকেই খাবারার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বলে জানা গিয়েছিল। ভারতের এই অভিজ্ঞ ফুটবলার ইস্টবেঙ্গলে প্রথমে যোগ দিয়েছিলেন ২০০৯ সালে। পরে ২০১৪ সালে। ২০১৬-১৭ মরশুমেও ছিলেন কলকাতার এই বড় ক্লাবে।

২০২১ সালের ১৫ জুলাই ফ্রি ট্রান্সফারে খাবরা বেঙ্গালুরু এফসি থেকে কেরালা ব্লাস্টার্স দলে যোগ দিয়েছিলেন। দক্ষিণ ভারতীয় ফ্র্যাঞ্চাইজি দলে যোগ দিয়ে নিজেকে অন্য উচ্চতায় মেলে ধরেছিলেন তিনি। টানা পাঁচ মরশুমের ব্যর্থতা কাটিয়ে এবছর শেষ হওয়া ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে পৌঁছেছিল কেরালা ব্লাস্টার্স দল। ফুটবল প্রেমীদের নজর কেড়েছিলেন। এরপর দলবদলের মরশুমে শোনা যাচ্ছিল আগামী মরশুমের জন্য তাঁকে নিতে আগ্রহী লাল হলুদ।