কলকাতা ফুটবল লিগের সুপার সিক্স রাউন্ডে নামতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। তার আগে ইস্টবেঙ্গলের সম্ভাব্য দল সম্পর্কে কিছু কথা ফুটবল মহলে শোনা যাচ্ছে। খিদিরপুরের বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নাও নামাতে পারে লাল হলুদ ব্রিগেড।
লিগে অভিযান শুরু করার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল। দুটিতেই জয়। জর্জ টেলিগ্রাফ ও এরিয়নের বিরুদ্ধে গোল পেয়েছেন দলের ফুটবলাররা। যা স্বভাবতই কিছুটা স্বস্তিতে রাখবে কোচ স্টিফেন কনস্টান্টাইনকে। খাতায় কলমে খিদিরপুরের তুলনায় লাল হলুদ ব্রিগেড এগিয়ে থাকবে।
শোনা যাচ্ছে, সুপার সিক্সের প্রথম ম্যাচে পূর্ণ শক্তির দল নাও নামাতে পারে ইস্টবেঙ্গল। বদলে দেখে নেওয়া হতে পারে স্থানীয় ফুটবলারদের। সুযোগ পেতে পারেন রিজার্ভ দলের প্রতিশ্রুতিব্ধ ফুটবলাররা। সেই সঙ্গে প্রথম দলের একাধিক খেলোয়াড়রাও একাদশে থাকতে পারেন। সব মিলিয়ে প্রথম ও রিজার্ভ দল মিলিয়ে দল সাজাতে পারেন কোচ।
রবিবার নৈহাটি স্টেডিয়ামে খেলা। স্থানীয় ফুটবলারদের কাছে পরিচিত মাঠ। খিদিরপুরের খেলোয়াড়দের জন্যও এই কথা প্রযোজ্য। ইস্টবেঙ্গল সার্বিকভাবে সে স্কোয়াড তৈরি করেছে, সেখানে স্থানীয় এবং জাতীয় স্তরে খেলা ফুটবলারদের ছড়াছড়ি। তাই কোচ স্টিফেন মিশ্র দল গঠন করলেও ফুটবল প্রেমীদের অনেকেই হয়তো অবাক হবেন না।