East Bengal : পারস্যের সর্বোচ্চ গোলদাতাকে দলে চাইছে ইস্টবেঙ্গল

East Bengal Club

ষোলো ম্যাচে করেছেন এগারোটি গোল। পার্সিয়ান গাল্ফ প্রো লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে এখন সবার আগে রয়েছেন। পরিসংখ্যান ঘাঁটলে মিলছে এমনই তথ্য। নাইজেরিয়ান এই গোলমেশিনকে দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল (East Bengal), জল্পনা ফুটবল মহলে।

Advertisements

আরও পড়ুন: ISL : ক্যালকাটা কাস্টমসে খেলা ফুটবলারকে নেওয়ার দৌড়ে লিগের পাঁচটি দল

ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে সম্প্রতি জল্পনা, পার্সিয়ান গাল্ফ প্রো লিগের ফরোয়ার্ডকে দলে নিতে আগ্রহী তাঁদের প্রিয় ক্লাব। চর্চায় নাইজেরিয়ান তারকা গডউইন মেনশার নাম। ৩২ বছর বয়সী এই ফুটবলারের ক্লাব কেরিয়ার দীর্ঘ। খেলেছেন বহু ক্লাবে। প্রায় প্রত্যেক দলের হয়েই তাঁর গোল রয়েছে।

Advertisements
East Bengal
নাইজেরিয়ান গোলমেশিন গডউইন মেনশা।

দল গোছানোর মরশুমে চমকে দিয়েছে ইস্টবেঙ্গল। ডিফেন্ডার ইভান গঞ্জালেজকে দলে নেওয়ার খবরে সাড়া পড়ে গিয়েছিল ময়দানে। আগামী মরশুমের কথা ভেবে লাল হলুদ কর্তারা যে শক্তিশালী দল গড়তে মরিয়া তার ইঙ্গিত ক্রমে মিলছে।

রক্ষণের পাশাপাশি আগামী দিনে আক্রমণভাগে নামী কোনো খেলোয়াড়কে আনলেও হয়তো বিস্ময় প্রকাশ করার অবকাশ থাকবে না । আলোচ্য ফুটবলার গডউইন মেনশা এর আগে ভারতে খেলেননি। কিন্তু এশিয়ান ফুটবল সম্পর্কে ধারণা রয়েছে ভালোই। তাই ভারতে এলে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়তো খুব বেশি সময় তাঁর লাগবে না।