East Bengal : লিগে দুরন্ত গোল করা এই ভারতীয়কে চাইছে লাল-হলুদ

আই লিগে ভালো খেলে ফুটবলারদের দিকে নজর রয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal)। ইতিমধ্যে বেশ কিছু নাম শোনা গিয়েছে ক্লাবের অন্দরে। ভেসে উঠেছে নেরোকা এফসির এক ভারতীয়…

short-samachar

আই লিগে ভালো খেলে ফুটবলারদের দিকে নজর রয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal)। ইতিমধ্যে বেশ কিছু নাম শোনা গিয়েছে ক্লাবের অন্দরে। ভেসে উঠেছে নেরোকা এফসির এক ভারতীয় ফুটবলারের নাম। যিনি সম্প্রতি করেছেন দুরন্ত একটি গোল।

   

নেরোকার জার্সিতে মঙ্গলবার আই লিগের ম্যাচে একটি গোল করেছে সুইডেন ফার্নান্দেজ। কেঁকেরের বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে দল। সেই সুইডেনের খেলা লাল হলুদ কর্তাদের পছন্দ হয়েছে বলে জানা গিয়েছে। এবং তাঁকে দলে নিতে কর্তারা আগ্রহী বলে খবর। হায়দরাবাদ এফসি থেকে লোনে নেরোকাতে এসেছে সুইডেন।

সুইডেন ফারনান্দেজকে দলে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল ক্লাব ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে বলে সূত্রের খবর। নেরোকার আরও এক ফুটবলারকে শতাব্দী প্রাচীন ক্লাবের কর্তাদের মনে ধরেছে বলে মনে করা হচ্ছে। আই লিগের এই দলের আরও এক মিডফিল্ডার ইউমখাইবাম জিতেশ্বরকে দলে নিতে কলকাতার ক্লাব আগ্রহী বলে মনে করা হচ্ছে।