দলবদলের বাজারে ফের চমকে দিতে পারে ইস্টবেঙ্গল (East Bengal)। শোনা যাচ্ছে বোকা জুনিয়রস যোগ রয়েছে এমন এক গোলরক্ষককে দলে নিতে চলেছেন কর্তারা।
সূত্রের খবর, ধনঞ্জয় অধিকারীরা সঙ্গে কথা শুরু করেছেন ইস্টবেঙ্গল ক্লাব। ভারতীয় ফুটবলের ফুড কর্পোরেশনে খেলেছেন তিনি। আগামী মরশুমে কলকাতা ফুটবল লিগ, আইএফএ শিল্ড সহ অন্যান্য টুর্নামেন্টের কথা মাথায় রেখে তাঁকে নেওয়া হতে পারে দলে।
![East Bengal](https://kolkata24x7.in/wp-content/uploads/2022/02/20220228_135736_copy_688x360_1.jpg)
২০১৪ সালে IFB Boca Juniors Football Champs টুর্নামেন্টের (School Division) সেরা গোলরক্ষকের সম্মান পেয়েছিলেন ধনঞ্জয়। পরে ২০১৬ সালে সর্ব ভারতীয় পিএসইউ ফুটবল প্রতিযোগিতায় হয়েছিলেন টুর্নামেন্টের সেরা ফুটবলার।
অতীতে ইস্টবেঙ্গল প্রাক্তনী বিকাশ পাঁজির কোচিংয়ে খেলেছেন ধনঞ্জয় অধিকারী। ২০১৬ সালে তখন ফুড কর্পোরেশনের দায়িত্বে ছিলেন কলকাতা ময়দানের এই কিংবদন্তি।