East Bengal : দুরন্ত এই ইংরেজ ফরোয়ার্ডকে নিতে পারে ইস্টবেঙ্গল!

gary hooper

ইস্টবেঙ্গলে (East Bengal) নতুন বিদেশি কারা হতে চলেছেন, এই নিয়ে এখন জল্পনা। উঠে আসছে একাধিক নাম। যেমন শোনা যাচ্ছে ইংল্যান্ডের এক ফুটবলারের নাম।সম্প্রতি শোনা যাচ্ছে, ইংল্যান্ডের গ্যারি হুপারের নাম। যিনি একজন ফরোয়ার্ড।

গোল করার পাশাপাশি গোল করতেও জানেন। গ্যারি ইতিমধ্যে ভারতে খেলেছেন। কেরালা ব্লাস্টার্সের হয়ে ২০২০-২১ মরসুমে প্রায় কুড়িটি ম্যাচ খেলেছিলেন তিনি। এরপর চলে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। যোগ দিয়েছিলেন ওয়েলিংটন ফিনিক্সে।

   

আরও পড়ুন: East Bengal: সালাম রঞ্জন সিং কি আসবেন লাল-হলুদে? জেনে নিন

টটেনহ্যামের যুব দলের এই ফুটবলারের বয়স বর্তমানে ৩৪। উচ্চতা প্রায় ৬ ফিট। পেশাদার ফুটবল কেরিয়ারে খেলেছেন একাধিক ক্লাবে। কেরিয়ারের মধ্যে গগণে খেলেছিলেন সেল্টিক, নরউইচ সিটির মতো ক্লাবে।

আরও পড়ুন: Aibanbha Dohling আসছেন না ইস্টবেঙ্গলে

ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দলে প্রয়োজন ভালো মানের একজন স্ট্রাইকার বা ফরোয়ার্ড। এখনও পর্যন্ত যা দল গঠন হয়েছে তাতে ডিফেন্স ও মাঝমাঠে একাধিক ফুটবলার রয়েছেন। কিন্তু আক্রমণভাগে খেলোয়াড় সংখ্যা হাতে গোনা। এই বিভাগে ভালো মানের ফুটবলারকে খুঁজছে দল। খুব তাড়াতাড়ি কোনো আপডেট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন