East Bengal : দলের প্রাক্তন ফুটবলারকেই আবার নিয়ে আসতে পারে লাল-হলুদ

মাঠে পরীক্ষিত এক ডিফেন্ডারকে নিতে পারে ইস্টবেঙ্গল (East Bengal)। ফুটবল মহলে গুঞ্জন, কলকাতার এক সেন্ট্রাল ব্যাককে দলে নিতে আগ্রহী ক্লাব কর্তারা। এই বঙ্গ তনয় অতীতে…

short-samachar

মাঠে পরীক্ষিত এক ডিফেন্ডারকে নিতে পারে ইস্টবেঙ্গল (East Bengal)। ফুটবল মহলে গুঞ্জন, কলকাতার এক সেন্ট্রাল ব্যাককে দলে নিতে আগ্রহী ক্লাব কর্তারা। এই বঙ্গ তনয় অতীতে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলে খেলেছে।

   

সূত্রের খবর, সার্থক গোলুইকে ফের দলে চাইছেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা। কথাবার্তা ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানা গিয়েছে। তবে চূড়ান্ত কিছু এখনও হয়নি। আলোচনা একেবারে প্রাথমিক স্তরে রয়েছে বলে খবর। উভয় পক্ষের মধ্যে আলোচনা ইতিবাচক হলে সার্থককে ফের দেখা যেতে পারে লাল হলুদ জার্সিতে।

সার্থক গোলুই ভারতীয় ফুটবল মহলে পরিচিত নাম। দেশের একাধিক ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। খেলেছেন জাতীয় দলেও। তবে নিজের নামের প্রতি সেই অর্থে সুবিচার করতে পারেননি বলে অনেকে মনে করেন। সিনিয়র কেরিয়ার শুরু হয়েছিল মোহনবাগানের হাত ধরে, ২০১৫-১৭ মরশুমে। দু’টি মাত্র ম্যাচ খেলেছিলেন ।

ইন্ডিয়ান সুপার লিগের সার্থকের খেলার অভিজ্ঞতা বেশি। সবথেকে বেশি ম্যাচ খেলেছিলেন পুনে সিটির হয়ে। ২০১৭-১৯ মরশুমে ২৯টি ম্যাচে অংশ নিয়েছিলেন। মুম্বাই সিটিতে ১৭টি খেলেছিলেন । ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন ২০২১ সালে। মাত্র পাঁচটি ম্যাচে মাঠে নেমেছিলেন। একটি গোল রয়েছে লাল হলুদ জার্সিতে। পরে দুই বছরের চুক্তিতে সই করেছিলেন বেঙ্গালুরু এফসিতে।