দ্বিতীয় ডিভিশনে খেলা এক ফুটবলারকে দলে নিতে পারে ইস্টবেঙ্গল (East Bengal)। কথাবার্তা ইতিমধ্যে শুরু হয়েছে বলে সূত্রের খবর। বেঙ্গালুরু এফসির হয়ে কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছে বলে জানা গিয়েছে।
শোনা যাচ্ছে, আদিত্য পাত্রকে দলে নিতে ইচ্ছুক লাল হলুদ কর্তারা। আদিত্য বাংলার ছেলে। তবে সিনিয়র পর্যায়ে এখনও সেভাবে পরীক্ষিত নন। বিগত কয়েক বছর দ্বিতীয় ডিভিশন ফুটবলে বেশ কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে একুশ বছর বয়সী এই গোলরক্ষকের।
সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থার এলিট অ্যাকাদেমি থেকে আদিত্য পাত্রর উত্থান। ২০১৭ সালে যোগ দিয়েছিলেন বেঙ্গালুরু এফসির রিজার্ভ দলে। সেখানে দ্বিতীয় ডিভিশনের ষোলটি ম্যাচ খেলেছিলেন তিনি। হজম করেছিলন এগারোটি গোল। এগারোটি ম্যাচে দলের দূর্গ রেখেছিলেন অক্ষত। বেঙ্গালুরুর রিজার্ভ দলের হয়ে ডুরান্ড কাপের কিছু ম্যাচেও নেমেছিলেন। তবে সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ কখনও পাননি।