HomeSports Newsইস্টবেঙ্গল কর্তৃপক্ষের দেওয়া দলের ফুটবলারদের বিশেষ উপহারে কি থাকছে দেখুন

ইস্টবেঙ্গল কর্তৃপক্ষের দেওয়া দলের ফুটবলারদের বিশেষ উপহারে কি থাকছে দেখুন

- Advertisement -

চলতি মরশুমের পারফরম্যন্স (Performance) খুব একটা ভালো হয়নি ইস্টবেঙ্গলের পক্ষে (East Bengal)। ডুরান্ড কাপে চরম ব্যর্থতার পর ইন্ডিয়ান সুপার লিগে টানা ছয় ম্যাচে হার। তবুও এএফসি চ্যালেঞ্জ লিগের (AFC Challenge League) গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে কলকাতা ময়দানের এই প্রধান। এবার সেই উপলখ্যে দলের ফুটবলারদের (Footballers) উপহার দিল লাল-হলুদ ম্যানেজমেন্ট (East Bengal Management)।

লাল-হলুদ ক্লাবে ব্যারেটো, ইতিহাসে মুগ্ধ হয়ে লিখলেন নিজের অনুভব

   

প্রথম ম্যাচে ভুটানের শক্তিশালী ফুটবল ক্লাব পারো এফসির সঙ্গে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে অতি সহজেই তাঁরা পরাজিত করেছে বাংলাদেশের শক্তিশালী ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসকে। সেই ধারা বজায় রেখেই তৃতীয় ম্যাচ জয়। সেখানে লেবাননের শক্তিশালী ফুটবল ক্লাব নেজমেহ এসসিকে ৩-২ গোলে হারায় মশাল ব্রিগেড।

হায়দরাবাদের বিরুদ্ধে আত্মবিশ্বাসী হয়ে ‘বিস্ফোরক’ মিকেল স্ট্যাহর

প্রিয় দল লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছাতেই যথেষ্ট খুশি লাল-হলুদ সমর্থকরা। বর্তমানে কোয়ার্টার ফাইনালে আগে হাতে রয়েছে বেশ কয়েক মাস। হাইফোল্টেজ কোয়ার্টার ফাইনাল খেলার আগে আইএসএলে নিজেদের ছন্দ ফেরানোই একমাত্র এবং প্রধান লক্ষ্য ইস্টবেঙ্গলের। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৯ই নভেম্বর নিজেদের ঘরের মাঠে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে নামবে অস্কার ব্রুজোর (Oscar Bruzon) ছেলেরা।

ওডিশা ম্যাচে খেলবেন এই স্কটিশ তারকা, আপডেট বাগান শিবিরের

সেইমতো নিজেদের প্রস্তুত করছেন আনোয়ার আলি থেকে শুরু করে সৌভিক চক্রবর্তীর মতো ফুটবলাররা। ময়দানের আরেক চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানের কাছে ডার্বি হেরেও আইএসএলের প্লে অফে দল যে খেলবে তার অঙ্ক দেখিয়েছিলেন এই স্প্যানিশ কোচ। এরই মধ্যে সুখবর মশাল ব্রিগেডের ফুটবলারদের জন্য। এএফসি চ্যালেঞ্জ লিগে দুরন্ত পারফরম্যন্সের জন্য দলের প্রত্যেক ফুটবলারকে ছয় লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফে।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular