ইস্টবেঙ্গলের মালাবিয়ান ফরোয়ার্ড সুহেরকে নিয়ে টানাহ্যাঁচড়া শুরু

ট্রান্সফার বাজারে ইস্টবেঙ্গল এফসির (East Bengal) মালাবিয়ান সেন্ট্রাল ফরোয়ার্ড ভিপি সুহেরকে (VP Suhair) দলে টানতে উঠে পড়ে লেগেছে ইন্ডিয়ান সুপার লিগ খেলা ক্লাব দলগুলো। সূত্রে…

VP suhair

ট্রান্সফার বাজারে ইস্টবেঙ্গল এফসির (East Bengal) মালাবিয়ান সেন্ট্রাল ফরোয়ার্ড ভিপি সুহেরকে (VP Suhair) দলে টানতে উঠে পড়ে লেগেছে ইন্ডিয়ান সুপার লিগ খেলা ক্লাব দলগুলো। সূত্রে খবর,সুহেরের কাছে চার আইএসএল ক্লাব দলের অফার রয়েছে।

সূত্র মারফৎ জানা গিয়েছে, ৩০ বছরের কেরালার ফুটবলার ভিপি সুহেরের কাছে ATKমোহনবাগান, মুম্বই সিটি এফসি,জামশেদপুর এফসি এবং ওডিশা এফসির অফার রয়েছে। সূত্রে খবর,চার আইএসএল ক্লাব দলের অফার থাকলেও ট্রান্সফার বাজারে ফুটবলার সুহের হুঠ করে কোনও সিদ্ধান্ত নিতে নারাজ।কেননা, ২০২৩-২৪ আইএসএল সেশন নিয়ে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের মধ্যে তলে তলে মানসিক প্রস্তুতি সারা হয়ে গিয়েছে।

জানা গিয়েছে,ইস্টবেঙ্গল এফসি আগামী আইএসএল সেশনে বর্তমান স্কোয়াডের কয়েকজন ফুটবলারকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে।তাই লাল হলুদ ফুটবলার ভিপি সুহের ‘গো বাট স্লো’ নীতি নিয়েছে ট্রান্সফার বাজারে দলবদলের সিদ্ধান্ত নিয়ে।

প্রসঙ্গত,লাল হলুদ জার্সিতে ৯ ম্যাচ খেলা সুহের দলের হয়ে একটা গোল এবং তিনটে গোলে সহায়তা রয়েছে।আদতে সেন্ট্রাল ফরোয়ার্ড হলেও ফুটবলার ভিপি সুহের রাইট মিডফ্লিড এবং রাইট উইং পজিশনেও সাবলীল।