গত ১২ তারিখ সকলকে চমকে দিয়ে ডার্বি জয় করেছে লাল-হলুদ (East Bengal)। বহুদিনের পর আবারও মশালের আলোয় আলোকিত গোটা ময়দান। সেই ঘোর কাটতে না কাটতেই ফের জয় ইস্টবেঙ্গলের। তবে এবার কলকাতা লিগে (Calcutta League)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ প্রিমিয়ার ডিভিশন লিগের ম্যাচে পুলিশ এফসির মুখোমুখি হয়েছিল লাল-হলুদের জুনিয়র দল। নির্ধারিত সময়ের শেষে ২-১ গোলের নিরিখে সেই ম্যাচ জিতে নিল বিনো জর্জের ছেলেরা। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন যথাক্রমে অভিষেক কুঞ্জম ও পিভি বিষ্ণু। গত ডুরান্ড ম্যাচের পর আজকের এই ম্যাচে জয় পেয়ে যথেষ্ট খুশি দলের সমর্থকরা।
বলাবাহুল্য, ডার্বি জয়ের পর থেকেই যেন এক আলাদা আত্মবিশ্বাস দেখা দিয়েছে লাল-হলুদ ফুটবলারদের মধ্যে। সেই আত্মবিশ্বাস নিয়েই আজ ঘরের মাঠে কলকাতা লিগের ম্যাচ খেলতে নেমেছিল জুনিয়র দলের ফুটবলাররা। দলের পুরোনো অধিনায়ক শুভেন্দু মান্ডির অনুপস্থিতিতে আজ অতুল উন্নিকৃষ্ণনের নেতৃত্বে মাঠে নামে দল। শুরু থেকেই ছোটো পাস খেলতে খেলতে নিজেদের আক্রমণের তেজ বাড়াতে থাকে দলের ফুটবলাররা।
যার ফল ও মিলেছে অতি সহজেই। ম্যাচের ঠিক ১২ মিনিটের মাথায় অভিষেক কুঞ্জমের করা গোল থেকে এগিয়ে যায় ইমামি ইস্টবেঙ্গল দল। তারপর একাধিকবার প্রতিপক্ষের ডিফেন্সে হানা দিলেও ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি দলের ফুটবলারদের। যারফলে, প্রথমার্ধের শেষে ১-০ গোলের ব্যবধানেই এগিয়ে থাকে ইস্টবেঙ্গল।
FT| We go top of the table as the boys beat Police AC 2️⃣-1️⃣! #CFL #JoyEastBengal #EmamiEastBengal pic.twitter.com/696eV9aHgx
— East Bengal FC (@eastbengal_fc) August 14, 2023
তবে দ্বিতীয়ার্ধে ঠিক তিন মিনিটের মাথাতেই দলকে সমতায় আনেন পুলিশ এফসির জগমিত। যারফলে, স্কোরলাইন গিয়ে দাঁড়ায় ১-১ গোল। তারপর থেকে পুলিশ দল বারবার আক্রমণে উঠে আসলেও লাল-হলুদের জমাটবাঁধানো ডিফেন্স ভেঙে বল জালে জড়ানো আর সম্ভব হয়নি তাদের পক্ষে। অন্যদিকে, ইস্টবেঙ্গল দলের তরফ থেকে ও আক্রমণ করা হলেও ফিনিশ করা সম্ভব হচ্ছিল না কোনোভাবেই। তবে ম্যাচের ঠিক ৮৮ মিনিটের মাথায় গোল করে ২-১ গোলে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন বিষ্ণু। নির্ধারিত সময়ের শেষে এই ফলাফলেই আসে জয়।