নাজমেহ এফসির বিরুদ্ধে ০-৭ গোলে হেরেছিল East Bengal

East Bengal said good bye to Mobashir Rahman

AFC চ্যালেঞ্জ কাপে খেলতে চলেছে ইস্টবেঙ্গল এফসি। ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে গ্ৰুপ ও ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ তিন দলের নাম। লেবাননের নাজমেহ এফসি (Najmeh FC), বাংলাদেশের বসুন্ধরা কিংস (Basundhara Kings) ও ভুটানের পারো এফসির (Paro FC) বিরুদ্ধে ইস্টবেঙ্গলকে (East Bengal) খেলতে হবে। নাজমেহ এফসির বিরুদ্ধে আগেও খেলেছে লাল হলুদ ব্রিগেড। অভিজ্ঞতা সুখকর নয়।

Advertisements

Mohun Bagan SG: সেমিফাইনাল ম্যাচে টিকিটের দাম কতো, কাটবেন কীভাবে? জেনে নিন এক ক্লিকে

ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ দল সম্পর্কে আলোচনা শুরু হয়েছে ময়দানে। চ্যালেঞ্জ কাপে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ দলগুলোর শক্তি ও দুর্বলতা সম্পর্কে কাটাছেঁড়া শুরু হয়েছে। ২০১০ সালে লেবাননের নাজমেহ এফসির মুখোমুখি হয়েছিল লাল হলুদ ব্রিগেড। দুই লেগ মিলিয়ে ইস্টবেঙ্গল হেরেছিল ০-৭ গোলে। ইস্টবেঙ্গল নিজেদের ঘরের মাঠে হেরেছিল ০-৩ গোলে, নাজমেহর ঘরের মাঠে হেরেছিল ০-৭ গোলে। দুই পর্ব মিলিয়ে ০-৭ গোলে পরাজিত হয়েছিল মশাল বাহিনী।

২০১০ সালে ইস্টবেঙ্গলের স্কোয়াড বেশ শক্তিশালী ছিল। ডিফেন্সে ছিলেন উগা ওপারা, হরমোনজ্যোৎ সিং খাবরা, নির্মল ছেত্রী, মেহরাজ্উদ্দীন ওয়াদুরা। মাঝমাঠে মেহতাব হুসেইন, সঞ্জু প্রধানের মতো ফুটবলার। তখন তাঁদের কেরিয়ারের অন্যতম সেরা সময়। ২০১০ সালে ওপারা ছাড়াও ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলারদের মধ্যে ছিলেন ইউসুফ ইয়াকুবু, ফিলিপ ডি রাইডার তখন কোচ।

Advertisements

আনোয়ারের অভাব কি ঢাকতে পারবেন মলিনা?

নাজমেহ এফসির বিরুদ্ধে হওয়া এই ম্যাচের পর প্রায় ১৪ বছর অতিক্রান্ত। এশিয়ান ফুটবলে এসেছে অনেক বদল। নতুন করে সাজানো হয়েছে ইস্টবেঙ্গলের স্কোয়াড। নাজমেহ এফসির সেই স্কোয়াডও এখন নেই। ফলত ২০১০-এর ম্যাচের সঙ্গে বর্তমান সময়ের তুলনা চলে না। তবুও পরিসংখ্যান থেকেই যায়।