Sandesh Jhingan: সন্দেশের প্রতি ক্রমেই কমছে লাল-হলুদের আগ্রহ

Sandesh Jhingan

সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan) কোন ক্লাবে খেলবেন এখনও জানা নেই। একাধিক ক্লাবের সঙ্গে তাঁর যোগ রয়েছে বলে আগেও জানা গিয়েছিল। কিন্তু চূড়ান্ত কিছু এখনও জানা যায়নি। সন্দেশ এখনও মনস্থির করতে পারেননি বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: Sandesh Jhingan: বিদেশ ঘোরা সন্দেশ পরবেন লাল-হলুদ জার্সি!

   

সন্দেশ ঝিঙ্গানকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী ইমামি ইস্টবেঙ্গল। এছাড়া বেঙ্গালুরু ফুটবল ক্লাবের নামও শোনা গিয়েছিল। কিন্তু সন্দেশ নিজে কোন ক্লাবে খেলতে চাইছেন সেটাই প্রশ্ন। সন্দেশের সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার ফলে তাঁর প্রতি আগ্রহ কমছে ইস্টবেঙ্গলের। ফলে লাল হলুদ জার্সি পরে তাঁর মাঠে নামার সম্ভাবনা আগের তুলনায় কিছুটা হলেও কমেছে বলে জানা গিয়েছে।

Sandesh Jhingan

আরও পড়ুন: Ivan Gonzalez : চলতি সপ্তাহেই কলকাতায় পা রাখতে পারেন ইভান

গত মরসুমে এটিকে মোহন বাগানে যোগ দিয়েছিলেন সন্দেশ। বিদেশি ক্লাবে প্রত্যাশা মতো সুযোগ না পেয়ে দেশে ফিরে এসেছিলেন। তিনি চাইলে এটিকে মোহন বাগানের সঙ্গে চুক্তি দীর্ঘায়িত করতে পারতেন। কিন্তু করেননি। সূত্রের খবর, এখনও অন্য দেশের ক্লাবের খেলার জন্য তিনি মুখিয়ে রয়েছে।

আরও পড়ুন: CFL: ফুটবল লিগের স্পনসর জুয়া কোম্পানি, ক্ষোভ উগরে দিল মহামেডান

এর আগে জানা গিয়েছিল, ট্রান্সফার উইন্ডোর একেবারে শেষের দিকে সন্দেশ সিদ্ধান্ত নিতে পারেন। সেক্ষেত্রে তিনি যেমন অপেক্ষা করছেন, তেমনই ক্লাবগুলোকেও অপেক্ষা করতে হচ্ছে। উইন্ডোর শেষের দিকে বোঝা যাবে তিনি কোথায় যোগ দেবেন। ইস্টবেঙ্গল কি ততদিন অপেক্ষা করবে? প্রশ্ন রয়েছে। ইস্টবেঙ্গল দৌড় থেকে সরে গেলে সন্দেশকে নেওয়ার দৌড়ে বাকি থাকবে বেঙ্গালুরু।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন