সাউল ক্রেসপোকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে মশালবাহিনী?

এবারের এই ফুটবল সিজনটা হতাশাজনক পারফরম্যান্সের মধ্য দিয়েই কেটেছে ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal)। আগের মরসুমে ডুরান্ড কাপের ফাইনাল খেললেও এবার ছিটকে যেতে হয়েছে কোয়ার্টার ফাইনাল…

Saul Crespo Set to Extend Contract with East Bengal

এবারের এই ফুটবল সিজনটা হতাশাজনক পারফরম্যান্সের মধ্য দিয়েই কেটেছে ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal)। আগের মরসুমে ডুরান্ড কাপের ফাইনাল খেললেও এবার ছিটকে যেতে হয়েছে কোয়ার্টার ফাইনাল রাউন্ডে। পরাজিত হতে হয়েছিল আইলিগের এক দুর্বল দলের কাছে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকল সমর্থকদের। পরবর্তীতে দেশের প্রথম ডিভিশনের ফুটবল লিগ তথা আইএসএলে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও সেটা খুব একটা সহজ ছিল না ইস্টবেঙ্গলের জন্য। প্রথমেই পরাজিত হতে হয়েছিল টানা ছয়টি ম্যাচ। স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ান কার্লেস কুয়াদ্রাত।

   

Also Read | মিশন কেরালা বধ! শুক্রবার ভুবনেশ্বর উড়ে যাচ্ছে মোহনবাগান

পরবর্তীতে অস্কার ব্রুজনের হাতে তুলে দেওয়া হয়েছিল দলের দায়িত্ব। এই স্প্যানিশ কোচের হাত ধরেই ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছিল ময়দানের এই প্রধান। এএফসি চ্যালেঞ্জ লিগের গ্ৰুপ পর্বে ভালো পারফরম্যান্স করার পর ইন্ডিয়ান সুপার লিগে ও জয়ের স্বাদ পেয়েছিল লাল-হলুদ শিবির। তবে খেলোয়াড়দের চোট আঘাতের সমস্যা যথেষ্ট প্রভাব ফেলেছিল দলের পারফরম্যান্সের ক্ষেত্রে। ম্যাচ এগোনোর সাথে সাথেই ছিটকে যেতে শুরু করেছিলেন একের পর এক তারকা ফুটবলার। তাঁদের অনুপস্থিতি নিঃসন্দেহে চাপে ফেলেছিল দলকে। তবুও নিজেদের সেরাটা দিয়ে লড়াই করার পরিকল্পনা ছিল ময়দানের এই প্রধানের।

Also Read | সুপার কাপের স্কোয়াড ঘোষণা করল চেন্নাইয়িন এফসি

কিন্তু শেষ রক্ষা হয়নি। ইন্ডিয়ান সুপার লিগের প্লে-অফে যাওয়ার স্বপ্নভঙ্গ হওয়ার পর কলিঙ্গ সুপার কাপে সাফল্য পেতে মুখিয়ে ছিল অস্কার ব্রুজনের ছেলেরা। কিন্তু সেখানেও কাজের কাজ কিছুই হয়নি। বরং ছিটকে যেতে হয়েছে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই। যা নিঃসন্দেহে হতাশ করেছে সকলকে। তবে এবারের এই ফুটবল সিজনের হতাশা কাটিয়ে এখন থেকেই নতুন মরসুমের জন্য ঘর গোছাতে বদ্ধপরিকর ম্যানেজমেন্ট। এক্ষেত্রে দেশীয় ফুটবলের পাশাপাশি একাধিক বিদেশি ফুটবলারদের রিলিজ করে দেওয়ার কথা উঠে আসতে শুরু করেছে ব্যাপকভাবে। তার মধ্যেই এবার শোনা যেতে শুরু করেছে সাউল ক্রেসপোর (Saul Crespo) নাম।

উল্লেখ্য, এবারের এই ফুটবল মরসুমে চোট সমস্যায় জর্জরিত থেকেছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। যারফলে মাঠের বাইরে থাকতে হয়েছে বহু ম্যাচ। তাঁর অনুপস্থিতি যথেষ্ট চাপে ফেলে দিয়েছিল লাল-হলুদের মাঝমাঠকে। সেই সমস্ত কিছু খতিয়ে দেখেই এবার হয়তো তাঁকে রিলিজ করার সিদ্ধান্ত নিতে পারে লাল-হলুদ ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না কারুর কাছেই।

Advertisements