টানা দুইবার কলকাতা লিগ জিতল ইস্টবেঙ্গল, অভিনন্দনে ভাসালেন কুয়াদ্রাত

শেষ সিজনের মতো এবারের প্রিমিয়ার ডিভিশন লিগে ও দারুন ছন্দে ছিল ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। এবার প্রথম ম্যাচেই মেসার্স ফুটবল ক্লাবকে বিরাট বড় ব্যবধানে পরাজিত…

East Bengal win Kolkata League for the 2nd time in a row. Former coach Carles Cuadrat congratulates the team on their historic CFL triumph.

শেষ সিজনের মতো এবারের প্রিমিয়ার ডিভিশন লিগে ও দারুন ছন্দে ছিল ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। এবার প্রথম ম্যাচেই মেসার্স ফুটবল ক্লাবকে বিরাট বড় ব্যবধানে পরাজিত করেছিল বিনো জর্জের ছেলেরা। তারপর মাঝে কয়েকটি ম্যাচে পয়েন্ট নষ্ট করলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি লাল-হলুদের। অনায়াসেই জয়ের সরণিতে ফিরেছিল কলকাতা ময়দানের এই প্রধান। যারফলে শেষ পর্যন্ত গ্ৰুপ টেবিলের শীর্ষে থেকেই সুপার সিক্সের জন্য কোয়ালিফাই করেছিল লাল-হলুদ ব্রিগেড।
তারপর সুপার সিক্সের প্রথম থেকে ও বজায় ছিল জয়ের ধারাবাহিকতা।

টুর্নামেন্টের নতুন দল তথা ইউনাইটেড কলকাতা ফুটবল ক্লাবকে পরাজিত করার পর গত কয়েকদিন আগেই বাংলার অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব তথা ডায়মন্ড হারবার এফসিকে টেক্কা দিয়েছিল জেসিন টিকেরা।
যারফলে সুপার সিক্সের শেষ ম্যাচে জয় আসলেই এইবারের লিগ চ্যাম্পিয়ন হয়ে যেত লেসলি ক্লডিয়াস সরণির দল। সেটাই হয়েছে শেষ পর্যন্ত। গত সোমবার ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গলের যুব দল। সম্পূর্ণ সময়ের শেষে একটি গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করে ময়দানের এই প্রধান। প্রথমার্ধে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে গোল হজম করতে হলেও শেষ মুহূর্তে গোল করে দলের জয় সুনিশ্চিত করতে খুব একটা অসুবিধা হয়নি বিনো জর্জের ছেলেদের।

   

যারফলে এক দিনেই জোড়া ট্রফির সেলিব্রেশনে মেতে ওঠে লাল-হলুদ সমর্থকরা। পাশাপাশি কলকাতা লিগের ডার্বি জয়ের মতো এবার জোড়া ট্রফি নিশ্চিত করে ইলিশ হাতে খুশির মেজাজে দেখা গিয়েছিল ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের কোচকে। যা সহজেই নজর কেড়েছে সকলের। এমন অভূতপূর্ব সাফল্যে যথেষ্ট খুশি ইস্টবেঙ্গলের সিনিয়র দলের প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রাত। কলকাতার এই ফুটবল ক্লাবের এমন অভূতপূর্ব সাফল্যের ছবি নিজের সোশ্যাল সাইটে আপলোড করে তিনি লেখেন, ” ইস্টবেঙ্গলকে ৪১তম সিএফএল ট্রফির জন্য অভিনন্দন।”

Advertisements

আরও লেখেন, ” সুপারকাপ ২০২৪ এর পর আমার সাথে কাজ করা এত তরুণে সম্পন্ন দল আরেকটি শিরোপা পাচ্ছে দেখে খুব খুশি হলাম। ভবিষ্যতের জন্য শুভ কামনা।” বছর কয়েক আগে তাঁর হাত ধরে সর্বভারতীয় ট্রফি জয় খরা কাটিয়েছিল ইস্টবেঙ্গল। শক্তিশালী ওডিশা এফসিতে পরাজিত করে সুপার কাপ জয় করেছিল ময়দানের এই প্রধান। পরবর্তীতে পরিস্থিতি বদলের সাথে সাথে দায়িত্ব বদল হলেও একেবারেই বদলায়নি পুরনো দলের প্রতি ভালোবাসা।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News