কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ৪-২ ব্যবধানে জয় অর্জন করার পর বাড়তি আত্মবিশ্বাস পেয়েছেন ইস্টবেঙ্গল (East Bengal ) এফসির ফুটবলাররা। ম্যাচের পর লাল হলুদের সহকারী কোচ বিনো জর্জ জানিয়েছেন, পরিকল্পনা কাজে লেগেছে। তবে কাজ এখনো শেষ হয়নি।
কেরালা ব্লাস্টার্স ইতিমধ্যে পরের পর্বের জন্য নিজেদের জায়গা নিশ্চিত করেছে। ম্যাচের আগে ইস্টবেঙ্গল ছিল ইন্ডিয়ান সুপার লিগ পয়েন্ট তালিকার নীচের দিকে। ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় অনেকটা এগিয়েছে মশাল বাহিনী। কুড়ি ম্যাচে একুশ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে এসেছে ইস্টবেঙ্গল। তবে এখনই নিশ্চিন্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
কারণ, ছ’নম্বরে থাকা বেঙ্গালুরু এফসি’র সংগ্রহ ২০ ম্যাচে ২২। এর পরের চারটি স্থানে থাকা দলগুলির পয়েন্ট সংখ্যা ২১। এদের মধ্যে শুধু চেন্নাইন ১৯টি ম্যাচ খেলেছে। বাকি তিন দলেরই ২০টি করে ম্যাচ হয়ে গিয়েছে। এগারো নম্বরে থাকা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ১৯ ম্যাচে ২০ পয়েন্ট। ইস্টবেঙ্গলের পরের দুটি ম্যাচ বেঙ্গালুরু এফসি ও পাঞ্জাব এফসির বিরুদ্ধে।
Bengal tigers we said, rightly said! 🐅
BELIEVE! ❤️💛#KBFCEBFC #JoyEastBengal #EastBengalFC #ISL10 pic.twitter.com/5IWfA7eoAZ
— East Bengal FC (@eastbengal_fc) April 3, 2024
তবে বিনো জর্জ এখনই প্লে অফের কথা ভাবছেন না, “এখন আমরা শুধুই পরের ম্যাচের কথা ভাবছি। প্লে অফে ওঠার কথা ভাবছিই না। অবশ্যই আমরা সেরা ছয়ে থেকে লিগ শেষ করতে চাই। আমাদের সে রকম পরিকল্পনাও রয়েছে। আমরা এখন সেই পরিকল্পনা অনুযায়ীই এগোব।”